‘নন্দিত নরকে’ হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস। এটিতে লেখক নিজেই কথক হয়ে গল্পের বর্ণনা করেছেন। নিম্নমধ্যবিত্ত পরিবারের চিত্র কেমন হয়, সেটিই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। মাতা–পিতাসহ চার ভাইবোনের ছোট্ট পরিবারে বাবার এক বন্ধু মাস্টার চাচাও তাদের সঙ্গে থাকত। বড় বোন রাবেয়া একটু অপ্রকৃতিস্থ।
১১ আগস্ট বিকেলে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে ‘নন্দিত নরকে’ উপন্যাসটি নিয়ে পাঠচক্র করেছে জামালপুর বন্ধুসভা। সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, গল্পটি ছোট হলেও একবার পড়লে বারবার পড়তে ইচ্ছা করবে। মনে হবে, কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল গল্পটা!
উপস্থিত বন্ধুরা বইটি নিয়ে আলোচনা করেন। সেরা আলোচক নির্বাচিত হন বন্ধু কাঁকন। তাঁকে বই উপহার দেওয়া হয়। পাঠচক্র শেষে পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এ সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি, প্রচার সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, বইমেলা সম্পাদক রুবেল হাসান, কার্যনির্বাহী সদস্য ইমরান হোসেন, রাকিবুর রহমান, বন্ধু শান্তা মনি, সুমাইয়া শিপা, শাকিল খন্দকার, সাব্বির আহাম্মেদ, সালেহ আহাম্মেদ, সুমন মাহমুদ, ফয়েজ ইসলাম প্রমুখ।
প্রচার সম্পাদক, জামালপুর বন্ধুসভা