নারীদের মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

নারী-পুরুষে লিঙ্গবৈষম্য দূরীভূত করে সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় এবার ময়মনসিংহ বন্ধুসভা আয়োজন করেছে এক আলোচনা সভার।

৮ মার্চ বিকেলে প্রথম আলোর ময়মনসিংহ আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা কামরান পারভেজ। তিনি বলেন, ‘অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারত্ব আরও বাড়াতে হবে। তাহলেই দেশ উন্নত হবে।’

সমঅধিকার প্রতিষ্ঠা করা আর বেশি দূরে নয় উল্লেখ করে তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাবিয়াতুল বুশরা বলেন, ‘আমাদের নারীরা এখন কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন। আমার কাছে নারী দিবস প্রতিদিন।’

আলোচনা সভা শেষে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আলমাস হোসাইনের সঞ্চালনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা ‘নারী’ নিয়ে পাঠের আসর হয়। শুরুতেই তিনি কবিতাটি পাঠ করে শোনান। পরে বন্ধুরা কবিতার প্রেক্ষাপট ও বর্তমান সমাজের অবস্থান আলোচনা করেন।

সভাপতি সুব্রত কুমার সিংহ বলেন, ‘নারী সমাজের চিরচেনা চরিত্র। তাঁরা কন্যা, জননী, জায়া, ভগিনী, সহচরী, কামিনী। নারীদের প্রতি সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। তাঁদের নারী নয়, বরং মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মুশফিক ফরহাদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা