ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি

সাংস্কৃতিক পরিবেশনায় চার বন্ধুর দলীয় নৃত্য
ছবি: বন্ধুসভা

মাঠের এক প্রান্তে লাল, নীল, সবুজ মার্কারে সাদা ক্যানভাসে নিজের মতামত ও স্বাক্ষর দিতে ভিড় করছে শিক্ষার্থীদের অনেকে, আবার ছবি তুলছে কেউ কেউ। দলে দলে তারা এদিক–ওদিক ঘোরাঘুরি করছে, লম্বা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছে নিজের সার্টিফিকেট। গত ২৩ জানুয়ারি সকাল থেকে এমন চিত্র দেখা গেছে দিনাজপুর শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে।

এদিন প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২২। আয়োজনে দিনাজপুর জেলার সব কটি উপজেলা থেকে প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‘সব বন্ধু মিলে একসঙ্গে অনুষ্ঠানে এসেছি, অনেক পুরোনো বন্ধুর দেখা পেয়েছি। কী যে ভালো লাগছে, বলে বোঝানো সম্ভব নয়’—জানায় দিনাজপুরের বীরগঞ্জ থেকে আসা জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ফাইরোজ।

সাদা ক্যানভাসে নিজের মতামত ও স্বাক্ষর দেন অসংখ্য শিক্ষার্থী
ছবি: বন্ধুসভা

সকাল আটটা থেকে আমন্ত্রণপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় স্নাকস বক্স, ক্রেস্ট ও সার্টিফিকেট। সার্টিফিকেট নিয়ে শিক্ষার্থীরা বসে পড়ে দর্শকসারিতে। এ সময় ঘোড়াঘাট আর সি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে আসা ফাতেমাতুজ জান্নাতি জানায়, খুব সকালে দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছে সে। এখানে পৌঁছে এত বড় আয়োজন দেখে বেশ ভালো লাগছে।

বেলা ১১টায় দিনাজপুর বন্ধুসভার বন্ধু ও খেলাঘর আসরের শিশুশিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। আয়োজনজুড়ে থাকে দেশাত্মবোধক গান, নাচ, বাউল, আধুনিক, ব্যান্ড সংগীতসহ নৃত্যানুষ্ঠান। সাংস্কৃতিক আয়োজনে দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা পারফর্ম করেন। শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর প্রতিনিধি রাজিউল ইসলাম বলেন, ‘আমাদের পূর্বপুরুষের স্বপ্ন চুরি হয়ে গেছে। আমরা আমাদের স্বপ্ন চুরি হতে দেব না। আমরা যেটা হতে চেয়েছি, যেটা করতে চেয়েছি, যা স্বপ্ন দেখেছি; তা বাস্তবায়নের জন্য কাজ করে যাব।’

দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ‘জিপিএ–৫ পাওয়া বড় কথা নয়, বুকের মধ্যে থাকতে হবে দেশপ্রেম। মানুষকে ভালোবাসতে পারলে আমরা দেশকে ভালোবাসতে পারব। যদি কথা বলার অধিকার নিশ্চিত করতে পারি, যদি অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলে আমরা মানুষ হয়ে উঠব।’

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, ‘ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক সহযোগিতা। মনের মধ্যে রাখতে হবে মা, ভাষা ও দেশের কথা। তোমরা বড় হলে দেশ বড় হবে, তোমরা জয়ী হলে জয়ী হবে বাংলাদেশ।’

শিক্ষার্থীদের উদ্দেশে আরও বক্তব্য দেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদুল হক, দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল জলিল আহমেদ, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক শাহাজাহান সাজু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা