বান্দরবান বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’

বান্দরবান বন্ধুসভার উদ্যোগে ‘সহমর্মিতার ঈদ’
ছবি: বন্ধুসভা

তুহিন (০৭), তার বাবা দিনমজুর। এই গরমে তেমন কোনো কাজ না থাকায় অনেক সময় ভালো খাবারও জোটে না। ছেলেকে ঈদে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য নেই তাঁর। বন্ধুসভার ঈদ উপহার পেয়ে তুহিন অনেক খুশি।

এ ছাড়া মরিয়ম, মারুফা, আরমানসহ আরও অনেক শিশু বন্ধুসভার নতুন রঙিন জামা উপহার পেয়েছে।

শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে বন্ধুরাও খুশি
ছবি: বন্ধুসভা

২০ এপ্রিল সকালে বান্দরবান শহরের পুরাতন রাজবাড়ীর মাঠ এলাকায় ‘সহমর্মিতার ঈদ’ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন রঙিন জামা বিতরণ করেছে বান্দরবান বন্ধুসভা।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, উপদেষ্টা রাজেশ দাশ, সভাপতি বিশ্বজিৎ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল, সহসাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রদীপ্ত বড়ুয়া, দপ্তর সম্পাদক অন্তু বড়ুয়া, বন্ধু শেখর পাল, অনিক চক্রবর্তীসহ অন্যান্য বন্ধুরা।

সভাপতি, বান্দরবান বন্ধুসভা