শিব খেরা রচিত ‘তুমিও জিতবে’ বই নিয়ে পাঠচক্র করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ২ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতে বইটির প্রথম অধ্যায় ‘মনোভাবের গুরুত্ব’ পাঠ করেন কার্যনির্বাহী সদস্য পূর্ণিমা নাথ। ‘কর্ম প্রেরণা’ পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নুজহাত সিদ্দিকী। সপ্তম অধ্যায় ‘লক্ষ্য নির্ধারণ করা’ পাঠ করেন সভাপতি সাইফুল ইসলাম।
পাঠ আলোচনায় উঠে আসে, চেষ্টা করলে সবকিছু সম্ভব এবং এর সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য অনুযায়ী কাজ করলে সফলতা অর্জন সহজ হয়। কাজের প্রতি লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য ছাড়া কোনো কাজে সফলতা আসে না। সফলতা অর্জন করতে হলে মনোভাব, কর্ম প্রেরণা, আত্মসম্মানবোধ, ব্যক্তি বিষয় দক্ষতা, মূল্যবোধ ও কল্পনাপ্রসূত পরিকল্পনা থাকতে হবে।
বইটিতে লেখক বলেছেন, মানুষ আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে লক্ষ্যের সঙ্গে গুলিয়ে ফেলে। স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ইচ্ছার থেকে কিছু বেশি নয়। ইচ্ছা দুর্বল। ইচ্ছাকে দৃঢ় করতে হলে প্রয়োজন নির্দিষ্ট পথ,আত্মনিয়োগ, দৃঢ় সংকল্প, শৃঙ্খলাবোধ ও মরণপণ।
অঙ্গীকারবদ্ধতা সম্পর্কে লেখক বলেছেন, যদি অঙ্গীকার ঠিকমতো রাখা না হয়, তাহলে তাকে বলা যায় অসাধু ব্যবহার। ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো সম্পর্কই যথাযথভাবে ফলপ্রসূ হবে না, যদি লোকে বলে ‘আমি চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না’, ‘আমি কাজটি করব, কিন্তু আমার ওপর নির্ভর করবেন না’, ‘আমি ওখানে যাওয়ার চেষ্টা করব, কিন্তু আমার ওপর বেশি আশা রাখবেন না’।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, অর্থ সম্পাদক শহিদুল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আয়েশা সিদ্দিকা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক আশরাফ মুহাম্মদ, প্রশিক্ষণ সম্পাদক রাউজাতুল মোস্তফা, পাঠাগার ও পাটচক্র সম্পাদক সাবরিনা হকসহ অন্যান্য বন্ধুরা।
সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা