গাইবান্ধা বন্ধুসভার উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ
গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রথম আলো বন্ধুসভা। ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে দুই হাজার গাছের চারা রোপণ করছেন গাইবান্ধা বন্ধুসভার বন্ধুরা। ২৩ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু হয়।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে প্রথম দিন সদর উপজেলার তুলসীঘাট-লক্ষ্মীপুর সড়কে দুই শতাধিক আম, কাঁঠাল ও নিমগাছের চারা রোপণ করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা বন্ধুসভার সহসভাপতি জিসান মাহমুদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্যসমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এবার গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হবে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে হাবিবা, হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোশারাফ হোসেন, দপ্তর সম্পাদক শিউলী আক্তারসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাইবান্ধা বন্ধুসভা