শেষ থেকে শুরু

অনুষ্ঠান শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গতিশীল নেতৃত্ব, দায়িত্বশীল আচরণ, সাংগঠনিক দক্ষতা ও সৃজনশীল কাজের জন্য প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বন্ধুদের মূল্যায়ন করে থাকে ময়মনসিংহ বন্ধুসভা। এরই ধারাবাহিকতায় বিগত বছরের কাজের ভিত্তিতে ছয় বন্ধুকে সম্মাননা দেওয়া হয়েছে।

৭ জানুয়ারি ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ‘শেষ থেকে শুরু’ শিরোনামে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ২০২৩ সালের জন্য নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে ২০২২ সালের কমিটি।

সম্মাননা পাওয়া ছয়জন বন্ধু
ছবি: বন্ধুসভা

২০২২ সালের বিভিন্ন কাজের ভিত্তিতে ‘সেরা সংগঠক’ নির্বাচিত হয়েছেন আবুল বাশার, ‘সেরা বন্ধু’ যৌথভাবে মেহেদী হাসান ও খালিদ হাসান, ‘সেরা উদ্যমী বন্ধু’ সাদিকুল ইসলাম, ‘সেরা উদীয়মান বন্ধু’ রাবিয়াতুল বুশরা এবং ‘সেরা উপস্থিতি বন্ধু’ মাহাজাবিয়া নূর। এ ছাড়া ময়মনসিংহ বন্ধুসভা জাতীয়ভাবে ‘বৃক্ষরোপণে সেরা ১০’ ও ‘বর্ষসেরা ১০ বন্ধুসভা’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করায় ২০২২ কমিটির সভাপতির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রথম আলোর প্রতিনিধি কামরান পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আবুল কালাম আজাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলী ইউসুফ, প্রথম আলোর আলোকচিত্রী আনোয়ার হোসেন, বন্ধুসভার উপদেষ্টা শুভ্র চক্রবর্ত্তী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম প্রমুখ। অতিথিরা ময়মনসিংহ বন্ধুসভা জাতীয়ভাবে দুটি বিভাগে সেরা হওয়ায় বন্ধুদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বন্ধুদের সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ড বিকাশে ও নিজেদের সৃজনশীল মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অর্জনের এই ধারাবাহিকতা সমুন্নত রাখতে হবে।

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা