লেখক বন্ধুর বই ‘জীবন বড় কল্পনাময়’ নিয়ে পাঠের আসর

পাঠের আসর শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

‘দুনিয়ার এই রঙ্গমঞ্চের আমি এক জোকার, মাঝি আমি গন্তব্যহীন এক নৌকার।
দুনিয়াতে ধূর্ত, অশুভ লোকেরা
দিচ্ছে ধোঁকা,
তাদের মাঝে আমি
এক মস্ত বোকা।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু ইয়াছিন আরাফাত। ২০ ফেব্রুয়ারি বন্ধুটির লেখা প্রথম বই ‘জীবন বড় কল্পনাময়’ নিয়ে পাঠের আসর করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

পরিচয় পর্বের পর শুরুতেই বন্ধু ইয়াছিন আরাফাত তাঁর বইয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। ‘জীবন বড় কল্পনাময়’ কাব্যগ্রন্থে প্রধানত তিন ধরনের কবিতা রয়েছে। যেমন ইসলামি, ন‍্যায়-অন‍্যায়, ভালো-মন্দ ও রোমান্টিক কবিতা। এ ছাড়া নতুন নতুন সৃজনশীল জ্ঞান, মানবতা, নারী, মেয়েদের সৌন্দর্য, ছেলেদের ভালোবাসা, বৈষম্য, রূপ, ইসলামের শিক্ষা, কর্মক্ষেত্র, প্রেম, বিরহ, বেদনা, চাওয়া-না পাওয়া, অনুভূতি, সাফল্য, ব্যর্থতা—সব বিষয়ের আলোকে জীবনের অসাধারণ সব কবিতা রচনা করা হয়েছে। যখনই আমরা কোনো সময় পাই, তখনই কোনো না কোনো কিছু কল্পনা করতে থাকি। কিংবা আমরা কল্পনা করতে না চাইলেও কল্পনায় কিছু না কিছু বিচরণ করতেই থাকে। ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ। কবিতাগুলো যেকোনো পাঠকের মন ছুঁয়ে যাবে।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি দীপক চন্দ্র দেব, সহসভাপতি প্রকাশ পাল, সাধারণ সম্পাদক মাহিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু চন্ত অর্ঘ্য, সুদেপা দেবনাথসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা