বইমেলা থেকে সরাসরি ‘বন্ধুর বই’

অনুষ্ঠানের প্রতিটি পর্বই ব্যাপক দর্শকপ্রিয়তা ও দেশব্যাপী সাড়া ফেলেছেছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা প্রতিনিয়ত নানা মাধ্যমে লেখালেখি করেন। অনেকেই প্রতিবছর একাধিক বই প্রকাশ করেন। বইমেলায়ও প্রকাশিত হয় অনেকের বই। এ বছরও অমর একুশে বইমেলায় সারা দেশের অনেক বন্ধুর বই প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় যেসব বন্ধুর নতুন বই প্রকাশিত হয়েছে, তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ সম্পূর্ণ নতুন এক উদ্যোগ নিয়েছে। বইমেলা থেকে সরাসরি ‘বন্ধুর বই’ নামের বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন বিকেল পাঁচটায় এক বা একাধিক লেখক বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হয়েছে।

এরই মধ্যে বিশেষ এই অনুষ্ঠানের ২০টি পর্ব প্রচারিত হয়েছে। একটি পর্ব সরাসরি সিলেট বইমেলা থেকে প্রচার করা হয়েছে। এতে অংশ নিয়েছেন ২১ লেখক বন্ধু এবং সঞ্চালনা করেছেন ১৬ বন্ধু। অনুষ্ঠানের প্রতিটি পর্বই ব্যাপক দর্শকপ্রিয়তা ও দেশব্যাপী সাড়া ফেলেছে। পর্বগুলো দেখেছেন ৬০ হাজারের বেশি দর্শক এবং মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৬০০ জন। প্রতিটি মন্তব্যে নিজেদের ভালো লাগার কথা জানান দর্শকেরা।

বন্ধুসভার এই উদ্যোগ নিয়ে লেখক বন্ধুরা বলেন এই লাইভ নতুন লেখক বন্ধুদের অনুপ্রাণিত করবে। বন্ধু হিসেবে সরাসরি এই অনুষ্ঠানে অন্য অনেকের মধ্যে অংশ নিয়েছেন বিশিষ্ট মনোচিকিৎসক ও কথাসাহিত্যিক, শব্দঘর সম্পাদক মোহিত কামাল, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক, অনুকাব্য রচয়িতা ও শিশুসাহিত্যিক দন্ত্যস রওশন।

নন্দিত এই আয়োজনের বিষয়ে জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের অসাধারণ প্রতিভার ছাপ আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাই। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁদের যে অসামান্য অবদান রয়েছে, এই লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারই ক্ষুদ্র একটি ডিজিটাল আর্কাইভ রক্ষিত হচ্ছে। এতে বন্ধুদের বইয়ের যেমন প্রচারণা হচ্ছে, তেমনি নানা ধরনের বইয়ের আলোচনা থেকে নবীন লেখক ও পাঠকদের জন্য ভাবনার খোরাক তৈরি হচ্ছে।’

দপ্তর সম্পাদক, জাতীয় পরিচালনা পর্ষদ