মহান স্বাধীনতা দিবস আমাদের আত্মত্যাগ ও সাহসের প্রতীক

মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রংপুর বন্ধুসভার শ্রদ্ধা নিবেদনছবি: বন্ধুসভা

স্বাধীনতা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রংপুর বন্ধুসভার বন্ধুরা। ২৬ মার্চ সকালে রংপুর জেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ সময় বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন ও স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বন্ধুরা বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের আত্মত্যাগ ও সাহসের প্রতীক। বন্ধুসভার সদস্যরা সব সময় মুক্তিযুদ্ধের আদর্শ লালন করবেন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবেন।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা