একুশে ফেব্রুয়ারিতে লালমনিরহাট বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি অর্পণ
একটা প্রজন্মের সাহসী মানুষেরা আমাদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা দিতে চেয়েছিলেন। জীবন দিয়ে তাঁরা নিশ্চিত করেছিলেন আমরা যেন বাংলায় কথা বলতে পারি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন রফিক, জব্বার, সালাম, বরকতসহ অনেকে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই শহীদদের প্রতি সম্মান জানিয়েছে লালমনিরহাট বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট বন্ধুসভার উপদেষ্টা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আজিজুল হক (বীর প্রতীক), সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা।
সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা