বাল্যবিবাহ প্রতিরোধ করে সন্তানদের পড়াশোনা করাতে হবে

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ফিল্টিপাড়ায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় উঠান বৈঠকছবি: বন্ধুসভা

সন্তানদের এগিয়ে নিতে হলে মাকে পড়ালেখা জানতে হবে। শিক্ষিত হতে হবে। এ জন্য মায়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা আবশ্যক। কিন্তু সেই মা যদি বাল্যবিয়ের শিকার হন, তাহলে সে সুযোগ অনেকাংশে থাকে না। বাল্যবিয়ে প্রতিরোধ করে সন্তানদের পড়াশোনা করাতে হবে। নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে।

৩১ ডিসেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম ফিল্টিপাড়ায় বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় উঠান বৈঠকে এ কথা বলেন বক্তারা। জেলা প্রশাসন ও ইউনিসেফের সহায়তায় এটির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।

গ্রামের নারীদের মধ্যে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়
ছবি: বন্ধুসভা

বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম ও স্থানীয় নারী কল্পনা মুর্মু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সৈয়দ নাফিউল হাসান। সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, বন্ধু জান্নাতুন ফেরদৌস, ইশতিয়াক আহমেদ ও উৎস আসেফ।

কার্যনির্বাহী সদস্য, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা