সুরে কবিতায় নজরুল

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার সাংস্কৃতিক বিকেল ‘সুরে কবিতায় নজরুল’ছবি: মেহেদী হাসান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা আয়োজন করেছে সাংস্কৃতিক বিকেল ‘সুরে কবিতায় নজরুল’। ২৪ মে বিকেলে কলেজের বিজ্ঞান ক্লাবের রুমে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতেই ছিল কবি নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীত নিয়ে আলোচনা ও পরিবেশনা। বন্ধুরা নজরুলের কালজয়ী কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। এ ছাড়া তাঁর বিদ্রোহী চেতনা ও সাম্যের বাণী নিয়ে একটি দলীয় আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়; যেখানে নজরুলের সাহিত্যকর্মের প্রাসঙ্গিকতা তুলে ধরেন আলোচকেরা।

মূল প্রবন্ধ উপস্থাপন করে বন্ধু আবু সাইদ মোহাম্মদ জাবের। তিনি বলেন, ‘নজরুল আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাঁর বিদ্রোহী কলম যেমন সাম্যের কথা বলে, তেমনি গান ও কবিতা আমাদের অন্তর জাগায়।’

মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরা
ছবি: মেহেদী হাসান

বন্ধু নাফিসার কণ্ঠে গজল দিয়ে শুরু হয় প্রোগ্রামের মূল সাংস্কৃতিক পর্ব। বন্ধু শারমিন লিপি আবৃত্তি করেন ‘আমি হব সকাল বেলার পাখি’। বন্ধু বিপ্রজিত তালুকদারের পরিবেশন করা গান ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ এবং বন্ধু তৃণা তালুকদারের বাঁশির সুর অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নজরুলের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ–কবাট’ সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক লিমা তালুকদার ও সাংগঠনিক সম্পাদক উদয় সরকার।