দিনাজপুরে সাত দিনব্যাপী বইমেলা শুরু

পছন্দের বই খুঁজে দেখছেন বইপ্রেমীরা
ছবি: বন্ধুসভা

বই মানুষের জীবনের উত্তম সঙ্গী। মানুষের চিন্তাচেতনাকে উন্নত করে ও জ্ঞানের সীমাকে বিস্তৃত করে। বইয়ের সঙ্গে তাই বইপ্রেমীদের আত্মার সম্পর্ক। বইয়ের মধ্যে অন্তর্নিহিত নিগূঢ় রসের টানে বইপ্রেমীরা বিভিন্ন ধরনের বই পড়েন। তাঁদের এই আগ্রহ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে ও নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে দিনাজপুরে শুরু হয়েছে প্রথমা প্রকাশনার সাত দিনব্যাপী বইমেলা।

৯ মে বিকেল পাঁচটায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলার আর্ট গ্যালারিতে এই মেলা শুরু হয়, চলবে ১৫ মে পর্যন্ত। মেলার উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জলিল আহমেদ। তিনি বলেন, ‘যত বড় সফল ব্যক্তি প্রত্যেকেই বই পড়ে সফলতার শীর্ষে পৌঁছেছেন। তাই বইয়ের কোনো বিকল্প নেই। প্রথমা প্রকাশনের আয়োজনে সাত দিনব্যাপী এই বইমেলার সাফল্য কামনা করি। মেলা সফল হোক এবং পাঠকদের হাতে হাতে পৌঁছে যাক বই।’

বইমেলার উদ্বোধন ঘোষণা অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

স্বাগত বক্তব্যে প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘প্রথমা প্রকাশন দিনাজপুর বইমেলা শুরু করেছে ২০১৭ সালে। ২০১৯ সালের পর করোনা মহামারিতে বন্ধ থাকলেও পুনরায় তা চালু হলো। আশা রাখছি, দিনাজপুরের বই অনুরাগীরা সবাই মেলা প্রদর্শনে আসবেন এবং বই সংগ্রহ করবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেলা প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক কঙ্কন কর্মকার, প্রমথেস শীল, আনিসুল হক, আবদুস সাত্তার, কবি মাসুদ মুস্তাফিজসহ গুণীজনেরা। অনুষ্ঠান পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

বই কিনে দিতে মায়েরা তাদের সন্তানদের নিয়ে আসেন
ছবি: বন্ধুসভা

বইমেলার সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু ও দিনাজপুর বন্ধুসভা। স্টল সাজানো শুরু করে সাত দিনব্যাপী বিপণন সহায়তায়ও থাকবেন বন্ধুসভার বন্ধুরা।

আয়োজকেরা জানান, সাত দিনব্যাপী দিনাজপুর বইমেলায় প্রথমা প্রকাশনের বইয়ে থাকছে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। মেলায় পাওয়া যাবে অমর একুশে বইমেলায় প্রকাশিত বই। এ ছাড়াও বিভিন্ন প্রবন্ধ, গবেষণাগ্রন্থ, মুক্তিযুদ্ধবিষয়ক বই, ধর্মীয় গ্রন্থ, উপন্যাস, কবিতাসহ নানা ধরনের বই। মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি সাব্বির হাসান, সুব্রত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব শাদমান, মানসুর নাদিম, সাংগঠনিক সম্পাদক সুদর্শন অধিকারী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাজেদুর রহমান, দপ্তর সম্পাদক বেলালুর রহমান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক খেয়া, সাংস্কৃতিক সম্পাদক নাসিফ, কার্যনির্বাহী সদস্য তানভীর, বন্ধু অনুপ, প্রনতি, রাকিব, বিথী প্রমুখ।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা