বন্ধুসভা কার্যনির্বাহী কমিটি ২০২৩

বন্ধুসভার কমিটি নিয়ে পর্যালোচনা করছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়, নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক
ছবি: আশরাফুল আলম

বছরব্যাপী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও জনকল্যাণমূলক কাজের পাশাপাশি প্রথম আলো বন্ধুসভা তরুণ নেতৃত্ব তৈরি করে। যাঁরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের জন্য এখন পর্যন্ত ১০৭টি বন্ধুসভার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

যেসব কমিটি অনুমোদন পেল

ঢাকা বিভাগ: ঢাকা মহানগর, ফরিদপুর, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, ইস্টার্ন ইউনিভার্সিটি, ভৈরব, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর, লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা, রাজবাড়ী, নরসিংদী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গোয়ালন্দ, গোপালগঞ্জ, মুিন্সগঞ্জ, টাঙ্গাইল।

চট্টগ্রাম বিভাগ: রাঙামাটি, নোয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চকরিয়া, রাঙ্গুনিয়া, ফেনী, রাউজান, মহেশখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর, কক্সবাজার সরকারি কলেজ, বান্দরবান, কক্সবাজার সিটি কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, চাঁদপুর, পটিয়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কসবা।

সিলেট বিভাগ: এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট, কুলাউড়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।

খুলনা বিভাগ: যশোর, খুলনা, মোংলা, কুষ্টিয়া, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কেশবপুর।

রংপুর বিভাগ: রংপুর, পার্বতীপুর, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, সৈয়দপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, নালিতাবাড়ী, ময়মনসিংহ, সরিষাবাড়ী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরপুর, জামালপুর, ঈশ্বরগঞ্জ।

বরিশাল বিভাগ: পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, কলাপাড়া, গৌরনদী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, বরগুনা, নলছিটি।

রাজশাহী বিভাগ: বেড়া, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সান্তাহার, রায়গঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পুণ্ড্র ইউনিভার্সিটি, সিরাজগঞ্জ, লালপুর, বাংলাদেশ আর্মি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশের বাইরে আরও কয়েকটি দেশে বন্ধুসভা কাজ করছে। এর মধ্যে চীন বন্ধুসভা অনুমোদন পেয়েছে। বাকিগুলোকে পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হবে।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ