পাঠচক্রে সৈয়দ মুজতবা আলীর ‘চাচা কাহিনী’

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরসংগৃহীত

‘ইতর ব্যাপারে যাহা অল্প, তাহাই মিষ্ট হতে পারে, কিন্তু ভদ্রতার ব্যাপারে আধিক্যে দোষ নেই।’ বাক্যটি লেখক সৈয়দ মুজতবা আলীর ‘চাচা কাহিনী’ গল্পের ‘পুনশ্চ’ খণ্ডের অংশবিশেষ।

শত শত ব্যস্ততার মধ্যেও একরাশ বই দিতে পারে আমাদের শান্তির ছোঁয়া। সচেতন ছাত্র হিসেবে বই পাঠের আদর্শ ধারণ করা সফলতার অন্যতম দৃষ্টান্ত। সেই ধারাবাহিকতায় বন্ধুদের পরীক্ষা ও তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখে অনলাইনে পাঠচক্রের আসর করে দিনাজপুর বন্ধুসভা। ৩ মে রাত ৯টায় গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রের বিষয় ছিল সৈয়দ মুজতবা আলীর লেখা ‘চাচা কাহিনী’।

জার্মানির বার্লিনের পটভূমি নিয়ে বইটি লেখা। যেখানে এক চাচার বিভিন্ন রকম অভিজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটেছে। লেখক নিজেই কথক হিসেবে বিদেশি সংস্কৃতির অসাধারণ বর্ণনার পরিস্ফুটন ঘটিয়েছেন। তরুণদের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করতে ‘চাচা কাহিনী’ বইটি যথেষ্ট সহায়ক। সব বয়সী মানুষকেও দারুণভাবে আকর্ষণ করতে সক্ষম।

উপস্থিত বন্ধুদের উদ্দেশে সাবেক সভাপতি নাজমুল হোসেন বলেন, ‘“চাচা কাহিনী” শুধু একটি বই নয়, এর মাধ্যমে আপনারা শিখতে পারবেন বিভিন্ন দেশের শিল্প, সংস্কৃতি, জীবনধারাসহ নানা দিক। বিভিন্ন চাকরির পরীক্ষায় এ বই থেকে প্রশ্ন করা হয়। চমৎকার বিষয় হলো, এই বই পড়ে আপনাদের বিরক্ত লাগবে না, বরং অবিরত বইটি শেষ করার আগ্রহ সৃষ্টি হবে। আপনাদের আজকের পাঠচক্র বৃথা যাবে না।’

বন্ধু সাব্বির হোসেন বলেন, ‘“চাচা কাহিনী” নামটি অনেক শুনেছি। আজ বিস্তারিত জানলাম। পাঠচক্রের মাধ্যমে বইটির বিশেষত্ব বুঝতে পারলাম। আজই এক কপি সংগ্রহ করব। ধন্যবাদ দিনাজপুর বন্ধুসভাকে।’

পাঠচক্র শেষে বইয়ের গুরুত্বপূর্ণ শব্দার্থ ও সারসংক্ষেপ নিয়ে আলোচনা করেন সভাপতি শুভ রায়। তিনি বলেন, ‘দিনাজপুর বন্ধুসভা থেমে থাকার জায়গা নয়। বন্ধুদের পরীক্ষা ও তীব্র তাপপ্রবাহের কারণে আমরা সরাসরি যুক্ত হতে না পারলেও অনলাইনে সবার উপস্থিতি প্রমাণ করে যে আপনারা বন্ধুসভার নিবেদিত প্রাণ।’ আলোচনা অংশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধু বেলালুর রহমান, সহসভাপতি সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন সিংহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দীপু রায়, প্রশিক্ষণ সম্পাদক বিপ্লব রায়, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শুভজিৎ রায়, অর্থ সম্পাদক সাদিয়া আফরোজ, পরিবেশবিষয়ক সম্পাদক রাকিব হাসান, বন্ধু রওনক রহমানসহ অন্য বন্ধুরা।

সহসভাপতি, দিনাজপুর বন্ধুসভা