প্রথম আলোর সর্বজনীন গ্রহণযোগ্যতার অন্যতম অংশীদার বন্ধুসভা

প্রথম আলোর রংপুর অফিসে বন্ধুসভার রজতজয়ন্তী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার রজতজয়ন্তী উপলক্ষে স্মৃতিকথা ও আনন্দ আড্ডার আয়োজন করেছে রংপুর বন্ধুসভা। ১১ নভেম্বর বিকেল পাঁচটায় প্রথম আলোর রংপুর অফিসে আনন্দমুখর আবহে এটি অনুষ্ঠিত হয়।

কবিতা আবৃত্তি, গান পরিবেশনা ও প্রাণবন্ত আড্ডায় জমে ওঠে অনুষ্ঠানস্থল। আলোচনায় বন্ধুসভার সঙ্গে পথচলা ও অর্জিত অভিজ্ঞতার নানা গল্প ও স্মৃতিচারণা করেন বন্ধুরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ তাঁর প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে আয়োজনকে সমৃদ্ধ করেন। তিনি বলেন, ‘বন্ধুসভা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন। তারা প্রথম আলো পত্রিকার নিরপেক্ষতার নিজস্ব মেজাজ ধারণ করে। প্রথম আলোর সর্বজনীন গ্রহণযোগ্যতা ও অগ্রসরতার নেপথ্যে অন্যতম অংশীদার এই বন্ধুসভা।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মো. খাইরুল ইসলাম। রংপুর বন্ধুসভার উপদেষ্টা আরিফুল হক, সেলিনা আক্তার, রওশন আরা সোহেলী, সভাপতি রওনক জাহান, সহসভাপতি আরিফ হাসান প্রমুখ।