নতুন পাঠাগারের জন্য বই সংগ্রহ কর্মসূচি

সিরাজগঞ্জ বন্ধুসভার বই সংগ্রহ কর্মসূচিছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতার মাসে সিরাজগঞ্জ বন্ধুসভা একটি পাঠাগার উদ্বোধন করতে যাচ্ছে। এ উপলক্ষে বই সংগ্রহ কর্মসূচি করছেন বন্ধুরা।

বাড়ির শেলফে জমে থাকা বইগুলো যদি অন্য কেউ পড়তে পারে, তাহলে কেমন হবে? ঠিক এই ভাবনা থেকেই শুরু হয়েছে মাসব্যাপী বই সংগ্রহ কর্মসূচি। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে এটির কার্যক্রম শুরু হয়।

প্রথম দিন সাধারণ সম্পাদক নয়ন খান নতুন পাঠাগারের জন্য ব‌ই তুলে দেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জেসমিন রহমানের হাতে। তাঁরা বলেন, ‘যদি আপনাদের কাছে পড়ে ফেলা, ফেলে রাখা ব‌ই থাকে, যা আর কাজে লাগছে না, তাহলে এগুলো আমাদের পাঠাগারে দিয়ে দিন। আপনাদের দেওয়া বই অন্য কারও জ্ঞান অর্জনের সহায়ক হতে পারে।’

সভাপতি প্রদীপ সাহা বলেন, ‘নতুন পাঠাগার গঠনের লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতায় আমরা সিরাজগঞ্জ বন্ধুসভা একটি পাঠাগার স্থাপন করতে চাই। বই থাকলে নিয়ে পাঠিয়ে দিন, বন্ধুরা মিলে সমৃদ্ধ করি পাঠাগারকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাসেল সেখ, অর্থ সম্পাদক আলহাম রবিনসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা