জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

‘সাইবার নিরাপত্তা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম-সেবা) জাহিদুল ইসলাম সোহাগছবি: বন্ধুসভা

‘একজন মানুষ তখনই সফল হবে, যখন সে তার মানবতার হাত সমাজের মানুষের সাহায্যের জন্য, ভালো কাজের জন্য প্রসারিত করবে। আর মানুষ তখনই ব্যর্থ হয়, যখন সে নিজেকে সবার আড়াল করে রাখে, সামাজিক কাজে বা স্বেচ্ছাসেবামূলক কাজে অংগ্রহণ থেকে বিরত রাখে। সমাজে এগিয়ে থাকতে হলে নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে।’ যশোর বন্ধুসভার উদ্যোগে জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন আইনজীবী ও মানবাধিকারকর্মী তাহমিদ আকাশ। তিনি ‘স্বেচ্ছাসেবী সংগঠন ও সোশ্যাল নেটওয়ার্কিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন।

২৩ মার্চ যশোরের ডা. আবদুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষক মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এই কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রশিক্ষণ কর্মশালায় যশোর বন্ধুসভার বন্ধু ও মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন অংশগ্রহণ করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবদুল রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন ও যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন।

জীবনমান উন্নয়নের লক্ষ্যে যশোর বন্ধুসভার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
ছবি: বন্ধুসভা

প্রথম সেশনে ‘মেডিটেশন ও কাউন্সেলিং’ বিষয়ে প্রশিক্ষণ দেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল হায়দার। তিনি বলেন, প্রত্যহ মেডিটেশন করলে শারীরিক উন্নতির পাশাপাশি মানসিক উন্নতি সাধিত হয়। এ ছাড়া আত্মহত্যা করার প্রবণতা হ্রাস পায়, কর্মদক্ষতা বৃদ্ধি পায়, কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। আলোচনা শেষে সবাইকে নিয়ে ১৫ মিনিটের জন্য মেডিটেশন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

দ্বিতীয় সেশনের শুরুতেই ‘সাংবাদিকতা এবং লেখালেখি’ বিষয়ে আলোচনা করেন প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম। এরপর ‘নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ে প্রশিক্ষণ দেন স্থানীয় মৌমাছি স্কুলের পরিচালক এস এম মাসুম বিল্লাহ।

সবশেষে ‘সাইবার নিরাপত্তা’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম-সেবা) জাহিদুল ইসলাম সোহাগ।

কর্মশালায় অংশ নিয়ে খুশি বন্ধু ও শিক্ষার্থীরা। তাঁদের আশা, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। তাহলে শিক্ষার্থীরা আর ‘বিষণ্নতা’ নামক ভয়ানক ব্যাধিতে ভুগবেন না। নিজেকে কীভাবে ভালো ও নিরাপদ রাখা যায়, তা শিখতে পারবেন। সবশেষে যশোর বন্ধুসভার সভাপতি মুরাদ হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে।

যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা