‘নারী-পুরুষ একে অপরের পরিপূরক’

দিনাজপুর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অবরোধবাসিনী’ বই নিয়ে পাঠের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ৮ মার্চ বিকেলে প্রথম আলোর দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা শৈশব রাজু বলেন, মানবসভ্যতার সৃষ্টিলগ্ন থেকেই নারী-পুরুষ সমানভাবে কাজ করছে। এর মধ্যেও নারীকে কিছু সময় প্রকৃতির নিয়মজালে আবদ্ধ থাকতে হয়েছে। পুরুষ তার ধারাবাহিক কাজ চালিয়ে গেলেও নারী তার কাজ চালিয়ে যেতে পারেনি। এতে নারী কিছুটা পিছিয়ে পড়েছে। এই পিছিয়ে পড়াতে নারীর কোনো দোষ নেই। নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারীকে বাদ দিলে এ সমাজ ও মানবসভ্যতা টিকে থাকত না। সব নারীদের যথাযথ সম্মান দেওয়া উচিত।

বাঙালি নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এই বইয়ের মাধ্যমে তিনি তৎকালীন ভারতবর্ষীয় নারীদের, বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধ প্রথার জন্য যে অসুবিধায় পড়তে হয়েছিল, তা তুলে ধরেছেন। বইয়ের ঘটনাগুলো সে সময়ের বাস্তব জীবন থেকে নেওয়া। এই বইয়ের মধ্যে বেগম রোকেয়া গল্পাকারে পর্দা প্রথার দরুন নারীদের দুর্ভোগ সবার কাছে উপস্থাপন করেছেন।

পাঠচক্রের পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসে এক নারীর দুবাইভিত্তিক একটি আর্ট প্রতিযোগিতা জয়ের গল্প শোনেন বন্ধুরা। জীবনে আসা নানা প্রতিবন্ধকতা ও দুবাই–জয়ের অভিজ্ঞতা শোনান দুবাইজয়ী আতিকা আক্তার পিংকি। তিনি বলেন, ‘আমার এ সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়েছে। এই সাফল্যের পেছনে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি আমার স্বামী। আমার সব কাজে শক্তি, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁকে ছাড়া এ অর্জন সম্ভব হতো না।’

দুবাইভিত্তিক একটি আর্ট প্রতিযোগিতা জেতায় আতিকা আক্তার পিংকিকে দিনাজপুর বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়
ছবি: বন্ধুসভা

আতিকা আক্তার নারীদের উদ্দেশে বলেন, কোনো কিছু করতে হলে নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। প্রতিবন্ধকতা কোনো বিষয় নয়। জীবনে সাফল্য অর্জন করতে হলে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করতে হবে।

পাঠচক্র সঞ্চালনা করেন সহসাংগঠনিক সম্পাদক শবনম মুস্তারিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি শুভ রায়, সাধারণ সম্পাদক সুদর্শন চন্দ্র অধিকারী, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক বিথি আক্তার, বন্ধু বিরোশ রায়, ডালিম রায়, আল-আবিক প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা