উষ্ণতার ছোঁয়ায় চওড়া হাসি

দুই শতাধিক অসহায় মানুষ শীতবস্ত্র নিতে আসেন
ছবি: বন্ধুসভা

‘গাওত দ্যাওয়ার মতো ত্যামন মোটা কাপড়ও নাই। রাইতে বেড়ার ফাঁক দিয়া বাতাস ঢুকে ঠান্ডায় ঘুম আসে না। আইজকা একটা ভালো ঘুম হইবে...।’ কম্বল উপহার পেয়ে এমন মন্তব্য করেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবনীদাস গ্রামের কেশরী বেগম (৭০)।

গতকাল সোমবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবনীদাস-আরাজি নিয়ামত এলাকায় দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন রংপুর বন্ধুসভার বন্ধুরা।

সারা দেশে জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। ঠান্ডায় বিপর্যস্ত এসব অসহায় ও দুস্থ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে সারা দেশে শীতবস্ত্র বিতরণ করছে বন্ধুসভা ও প্রথম আলো ট্রাস্ট।

শীতে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা
ছবি: বন্ধুসভা

রংপুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে গঙ্গাচড়া উপজেলার নবনীদাস গ্রাম। সেখানেই শীতার্ত মানুষের মধ্যে ২২০টি কম্বল বিতরণ করা হয়। এর আগে দুই দিন ধরে বন্ধুরা নবনীদাস-আরজি নিয়ামত ও আশপাশের কয়েকটি গ্রামের হতদরিদ্র মানুষদের খুঁজে বের করে তাঁদের হাতে টোকেন পৌঁছে দেন।

শীতবস্ত্র হাতে পেয়ে বছর ষাটের আবুল বাশার বলেন, ‘বাতাস না থাকায় ঠান্ডা কম, তা–ও ঘর থাইকা বাইর হবার পাই না। এহন আম্নাদের কম্বল গায়ে দিয়া বাইর হবার পামু।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বন্ধুসভার সভাপতি রওনক জাহান, সাধারণ সম্পাদক সাইদুর জামানসহ অন্য বন্ধুরা।

সাংগঠনিক সম্পাদক, রংপুর বন্ধুসভা