তিন যুগ পূর্তি ও পুনর্মিলনী আয়োজনে বন্ধুসভার প্রথমা স্টল

উপজেলার রফিকুল ইসলাম মহিলা কলেজের তিন যুগ পূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রথমার স্টলে ভৈরব বন্ধুসভার বন্ধুরাছবি: আনাস খান

গত ১০ ফেব্রুয়ারি উপজেলার রফিকুল ইসলাম মহিলা কলেজের তিন যুগ পূর্তি ও পুনর্মিলনী উৎসবে সৃজনশীল প্রকাশনা ‘প্রথমা’ স্টলের দায়িত্বে ছিল ভৈরব বন্ধুসভা। উৎসবে প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন ধরনের বই ছিল। এর মধ্যে ঐতিহাসিক, রোমান্টিক, সায়েন্স ফিকশন, কথাসাহিত্য, থ্রিলার বইগুলোর চাহিদা ছিল বেশি।

কথাসাহিত্যিক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। রফিকুল ইসলাম মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনামিকা বলেন, ‘“কখনো আমার মাকে” প্রকাশিত হওয়ার পর অপেক্ষায় ছিলাম কখন বইটি হাতে পাব। বন্ধুসভার প্রথমা স্টল থেকে বইটি নিতে পেরে ভালো লাগছে।’

তিন দিনব্যাপী উৎসবে স্টলে শিক্ষার্থী ও ক্রেতাদের ভিড় ছিল। ভৈরব বন্ধুসভার সভাপতি প্রিয়াংকা বলেন, ‘ভৈরব বইমেলায় প্রতিবছর বন্ধুসভা থেকে স্টল দেওয়া হয়। ভৈরবে এখনো বইমেলা শুরু হয়নি, তার আগেই প্রথমা স্টলের কল্যাণে বইমেলার স্বাদ পেলাম।’

আয়োজকেরা বলেন, ‘ভৈরব বন্ধুসভা সৃজনশীল তারুণ্যের সংগঠন। নিয়মিত পাঠচক্র ও সামাজিক কাজের মাধ্যমে বন্ধুসভা ভৈরবকে দেশব্যাপী পরিচিতি বাড়াচ্ছে। প্রথমা প্রকাশনীর স্টল আমাদের আয়োজনে বিশেষত্ব যোগ করল।’

আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সুমন মোল্লা, জনি আলম, ওয়াহিদা আমিন, মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরফান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, দপ্তর সম্পাদক জিহাদ খান, জেন্ডার ও সমতা সম্পাদক আফিসা আলী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক রাহিম আহমেদ, বন্ধু নাহিদ হোসাইন, আজহারুল ইসলাম, ছিদরাতুল রশিদ, মহিমা মেধা ও ইকরাম বখশ প্রমুখ।

সাধারণ সম্পাদক, ভৈরব বন্ধুসভা