‘সত্য তথ্য প্রকাশে প্রথম আলোর বিকল্প নেই’

সাতক্ষীরায় প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি: বন্ধুসভা

গান, নৃত্য পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরুল হাসান ও কার্যনির্বাহী সদস্য হুমায়রা ফারজানার সঞ্চালনায় বক্তারা বলেন, সত্য তথ্য প্রকাশে প্রথম আলোর বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রথম আলো মানুষের মন জয় করে নিয়েছে।

স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, কলেজ অব বিজনেস অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের শিক্ষক ভারতেশ্বরী বিশ্বাস, উন্নয়নকর্মী মাধবচন্দ্র দত্ত, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ও সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।

সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু সীমা মন্ডল ও সবুজ তরফদার, নৃত্য পরিবেশন করে ছোট্ট বন্ধু রাজকন্যা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা