পাবনা বইমেলায় বন্ধুসভার স্টল

পাবনা বইমেলায় বন্ধুসভার স্টলে বন্ধুরাছবি: বন্ধুসভা

পাবনায় শেষ হলো ভাষার মাস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা। জেলা শহরের স্বাধীনতা চত্বরে এটির আয়োজন করেছিল অন্নদা গোবিন্দ লাইব্রেরি। বইমেলায় প্রথমা প্রকাশনীর স্টল দিয়ে অংশগ্রহণ করে পাবনা বন্ধুসভা।

সৃজনশীল চিন্তাশক্তি, ইতিহাস এবং গবেষণাধর্মী বই দিয়ে সাজানো হয়েছিল প্রথমা স্টল। ছিল পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ভিন্নধর্মী বইয়ের সমাহার অন্যান্য স্টল থেকে প্রথমাকে করেছে অনন্য।

মাসব্যাপী ক্রেতা ও বিক্রেতাদের ভিড় যেমন বইমেলাকে করেছে জাঁকজমক ও প্রাণবন্ত, তেমনি বন্ধুসভার স্টলেও ছিল প্রাণের সঞ্চার। সব বয়সী পাঠকের উপযোগী বই থাকায় স্টলে ক্রেতাদের ভিড় সব সময় লেগে থাকত।

বন্ধুসভার স্টলে মাসজুড়ে কাজ করেছেন সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসরুখ হাসান, দপ্তর সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তাজিনুর রহমান, বইমেলা সম্পাদক আবু সোলাইমান, ম্যাগাজিন সম্পাদক নুসরাত জাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান, প্রচার সম্পাদক সাগুপ্তা শারমিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আসফাকুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নওশিন সুলতানা, অর্থ সম্পাদক সেজানুর রহমানসহ অন্য বন্ধুরা।

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, পাবনা বন্ধুসভা