ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খেলার আলগী গ্রামের কৃষক দেলোয়ার হোসেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে গবাদিপশুর মেডিকেল ক্যাম্পে আসেন নিজের চারটি গরু নিয়ে। বলেন, ‘আমার গরুগুলোর শারীরিক পরীক্ষা করে স্বেচ্ছাসেবীরা জানালেন, অ্যালার্জিজনিত সমস্যা হয়েছে। চারটির মধ্যে একটি ভাইরাসজনিত রোগে আক্রান্ত। তবে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। গরুটির যত্ন নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি।’
১১ বছরের ছোট্ট কিষানি সোমা এসেছিল ছাগল নিয়ে। তার ছাগল ‘মন্টি’ ঠান্ডা-কাশিতে ভুগছে প্রায় এক মাস ধরে। ছাগলটির চিকিৎসা করাতে পেরে দারুণ খুশি সে। বলল, ‘মন্টির দেখাশোনা আমিই করি। কিন্তু আমাদের গ্রামে ছাগলের চিকিৎসার ব্যবস্থা নেই। আজকে মন্টির চিকিৎসা করাতে পেরে খুব ভালো লাগছে।’
গত ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খেলার আলগী গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে বিনা মূল্যে গবাদিপশুর মেডিকেল ক্যাম্প করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ছয়জন স্বেচ্ছাসেবী গ্র্যাজুয়েট। স্থানীয় শতাধিক কৃষক কয়েক শ অসুস্থ গবাদিপশু নিয়ে আসেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ পান।
মানুষের দোরগোড়ায় এসে গবাদিপশুকে চিকিৎসা দেওয়ার বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় লোকজন। সেবা নিতে আসা অনেক কৃষকই জানান, গ্রামে পশুর চিকিৎসার সুযোগ সীমিত। রোগ হলে দূরের বাজার বা উপজেলা শহরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বিনা মূল্যে এই সেবার ফলে অনেকেই উপকৃত হয়েছেন।
তিনটি গরু ও একটি ছাগল নিয়ে এসেছিলেন কিষানি ফাতেমা খাতুন। বলেন, ‘কয়েক দিন ধরে গরুগুলো ভালোভাবে খাচ্ছে না। তাই আজ সকালে যখন এলাকার মসজিদের মাইকে জানায় যে কমিউনিটি ক্লিনিকের সামনে বিনা মূল্যে গবাদিপশুর সেবা দেওয়া হবে, তখন আর দেরি না করে এখানে নিয়ে এলাম। সার্বিক অবস্থা দেখে ওষুধ দিয়েছেন। এখন ওরা সুস্থ হয়ে উঠবে বলে আশা করছি।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা জানান, ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে চান। স্থানীয় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের গবাদিপশুসহ অন্যান্য সমস্যার সমাধানে কাজ করতে চান। জাতীয় পরিচালনা পর্ষদের সহযোগিতায় ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এই ক্যাম্প আয়োজন করে।