এমসি কলেজ বন্ধুসভার বছরের দ্বিতীয় পাঠচক্র

পাঠচক্র ও বন্ধু আড্ডা
ছবি: বন্ধুসভা

‘যারা ভোর এনেছিল’ কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের যারা ভোর এনেছিল উপন্যাসধারার প্রথম খণ্ড। ২৭ ফেব্রুয়ারি বইটি নিয়ে এমসি কলেজের সবুজ ক্যাম্পাস প্রাঙ্গণে পাঠের আসর ও বন্ধু আড্ডা করেছে বন্ধুসভা।

এটি ২০২৩ সালে এমসি কলেজ বন্ধুসভার দ্বিতীয় পাঠচক্র। শুরুতেই বন্ধুরা নিজেদের ভাষায় উপস্থাপন করেন উপন্যাসটির মূল আদ্যোপান্ত। বইয়ের ঘটনাপ্রবাহ ও চারিত্রিক বিশ্লেষণসহ সব বিষয় উঠে আসে পর্যালোচনায়।

প্রতিবারের মতো এবারও তিনজনকে সেরা পাঠক হিসেবে পুরস্কৃত করা হয়েছে। তাঁরা হলেন তাপস শীল, নাযিবা জেনি ও উত্তম ঘোষ। পাঠচক্রের উপদেষ্টা ও সাবেক সভাপতি তানভীর মাহফুজ বলেন, ‘আলোকিত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। জ্ঞান ও মেধার পরিধি বৃদ্ধিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি বিপ্রজিত কর, সাধারণ সম্পাদক ফারহানা আক্তারসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা