‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে দ্বিতীয় ধাপে গাছের চারা রোপণ ও বিতরণ করেছে খুলনা বন্ধুসভা। ৩০ জুলাই বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিদ্যালয়ের আঙিনায় থাই সফেদা, থাই পেয়ারা, জাম, বকুল এবং বহেরার চারা রোপণ করেন বন্ধুসভার সদস্য, স্কুলের শিক্ষক ও কর্মচারীরা। পরে শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।
বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাছান খুলনা বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বৃক্ষরোপণ হলো সদকায়ে জারিয়া। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।’
খুলনা বন্ধুসভার সহসভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, ‘খুলনা বন্ধুসভার বন্ধুরা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই কর্মসূচি। এই চারাগুলো যখন বড় হবে, আমরা ইহকালে এবং পরকালে শান্তি পাব।’
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহসহ অন্য বন্ধুরা।
সাংগঠনিক সম্পাদক, খুলনা বন্ধুসভা