বন্ধুসভার জন্মদিনে পাঠচক্র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনছবি: বন্ধুসভা

প্রথম আলো বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠচক্র ও আলোচনা সভা করেছে বশেমুরবিপ্রবি বন্ধুসভা। ১১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি কেক কেটে বিশেষ দিনটিকে স্মরণীয় করেন বন্ধুরা।  

পাঠচক্রে নির্ধারিত বই ছিল মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ‘প্রাগৈতিহাসিক’। আলোচনা করেন বন্ধু আল-আমিন শেখ ও সম্পা খানম। প্রধান আলোচক হিসেবে ছিলেন বশেমুরবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা তন্বী সাহা ও মোজাহিদুল ইসলাম।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্পটি বাংলা সাহিত্যের একটি অনন্য সংযোজন; যা মানুষের মৌলিক চাহিদা, আদিম প্রবৃত্তি এবং জীবনের কঠোর বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরেছে। গল্পটি আমাদের সমাজের নিচুতলার মানুষের সংগ্রাম এবং তাদের জীবনের কঠোর বাস্তবতার এক শক্তিশালী প্রতিচ্ছবি।

গল্পের ভাষা সহজ ও সাবলীল হলেও তাতে প্রতিটি চরিত্রের জীবনযাত্রার কষ্ট, অভাব ও তীব্র ইচ্ছাশক্তি সুন্দরভাবে ফুটে উঠেছে। মানিক বন্দ্যোপাধ্যায় গল্পের চরিত্রগুলো এমনভাবে চিত্রায়িত করেছেন—তারা যেন কোনো বিশেষ সময় বা স্থান নয়, বরং আদিম মানবসমাজের প্রতিনিধিত্ব করে। এতে মূলত মানুষের ভেতরের পশুসুলভ এবং মানবিক গুণাবলিকে একত্রে তুলে ধরা হয়েছে; যা সমাজের স্তরগুলোকে উন্মোচন করে।

‘প্রাগৈতিহাসিক’ শুধু একটি সামাজিক গল্প নয়, বরং এটি মানুষের গভীরে লুকিয়ে থাকা প্রবৃত্তি এবং অস্তিত্বের জন্য সংগ্রামের প্রতীকী উপস্থাপনা। সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের চিত্রায়ণ এবং গল্পের গভীর দর্শন পাঠককে ভাবিয়ে তোলে। এই গল্পটি সমাজের কুসংস্কার, বঞ্চনা, আর নিপীড়ন নিয়ে চিন্তা করতে বাধ্য করে। এটি বাংলা সাহিত্যে মানবিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতার নির্মম চিত্র তুলে ধরার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পাঠযোগ্য রচনা।

উপদেষ্টা তন্বী সাহা বলেন, ‘নিজ নিজ বিভাগীয় পাঠ্যবইয়ের বাইরে সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, ইতিহাসসহ সাহিত্যের বিভিন্ন বিষয়ে জ্ঞানচর্চার অন্যতম মাধ্যম পাঠচক্র। বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে জানা-বোঝা-শেখার জায়গা স্পষ্ট করার ক্ষেত্রে পাঠচক্র কার্যকরী ভূমিকা পালন করে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের মানদণ্ড সুন্দর করে। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এই পর্যায়ে উন্নত চিন্তার প্রসারে পাঠচক্র নিঃসন্দেহে সুন্দর মানসিকতার প্রকাশ ঘটায়।’

পাঠচক্র আলোচনায় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক রাতুল ইসলাম, যুগ্ম সম্পাদক সালমান সারওয়ার, বইমেলা সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক সম্পা খানম, প্রচার সম্পাদক শামীম আহামেদ ও অন্য বন্ধুরা।

বন্ধু, বশেমুরবিপ্রবি বন্ধুসভা