‘বিতর্কই পারে আমাদের জানার আগ্রহকে আরও বৃদ্ধি করতে’

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা
ছবি: বন্ধুসভা

‘বির্তক প্রতিযোগিতাই পারে সবার ভেতরে সঠিক যুক্তিতর্কের মনোভাব গড়ে তুলতে। সুষ্ঠু ও সুন্দর মনমানসিকতা তৈরি, সঠিক মেধা বিকাশ এবং কথা বলার দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের বিতর্ক করা প্রয়োজন। বির্তকই পারে আমাদের সমাজকে সামনে এগিয়ে নিতে।’ বলছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক আসিফ হাসান।

বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে গত ২৭ ও ২৮ জুলাই বির্তক প্রতিযোগিতার আয়োজন করে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক আসিফ হাসান। এ সময় তিনি এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের জন্য উৎসাহিত করেন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারটি দল। টিম অপরাজিতা, টিম দিগন্ত, টিম প্রজ্জ্বলিত ও টিম দুরন্ত। বন্ধুসভার বন্ধুরাই এই চার দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে টিম অপরাজিতায় অনিক কর্মকার, শ্রাবন্তী পোদ্দার ও মিথিলা আক্তার; টিম দিগন্তে ইসাহাক আলী, বখতিয়ার উদ্দিন ও তারেক রহমান; টিম প্রজ্জ্বলিতয় মানজিদা জামান, বায়জিদ হাসান ও জাকিয়া আক্তার এবং টিম দুরন্তর সদস্য সারওয়াত জাহান, জুয়েল রানা ও জান্নাতুল ফেরদৌস।

২৭ জুলাই প্রথম দিন ‘তথ্যপ্রযুক্তি নয়, কৃষিভিত্তিক শিল্পব্যবস্থার উন্নয়নই আমাদের বেশি প্রয়োজন’ এবং ‘নৈতিক মূল্যবোধের অবক্ষয়ই বর্তমান পরিবেশের অবস্থার জন্য দায়ী’—বিষয়ের ওপর বিতর্কে অংশ নেয় চারটি দল। পরদিন ফাইনালে মুখোমুখি হয় টিম দুরন্ত ও টিম দিগন্ত। বিষয় ছিল ‘কেবল সামাজিক সচেতনতার মাধ্যমেই পরিবেশদূষণ রোধ করা সম্ভব’। চ্যাম্পিয়ন হয়েছে টিম দিগন্ত।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বন্ধু সমাদৃতা সরকার, পিটেক ডিবেট ক্লাবের সভাপতি শাহরিয়ার রহমান এবং বন্ধু সুমাইয়া আক্তার। মডারেটর ছিলেন বন্ধু ফাহামিদা হোসেন।

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভার সহসভাপতি মির্জা হাসান বলেন, ‘মেধা বিকাশ, সুন্দর স্বাভাবিক জীবনচর্চা ও নিজের দক্ষতা বৃদ্ধির জন্য বির্তকের খুবই প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমাতেও বির্তকচর্চা সহায়ক হতে পারে। সর্বোপরি দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সঠিক যুক্তিতর্কের চর্চা করতে হবে।’

উচ্ছ্বাস ছিল বিতার্কিকদের মধ্যেও। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তারেক রহমান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সত্যিকারের মানুষ হতে হলে আমাদের উচিত এমন বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। বির্তকই পারে আমাদের জানার আগ্রহকে আরও বৃদ্ধি করতে।’

সভাপতি, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা