১৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে।
মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা। এ উপলক্ষে আজ সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ঝালকাঠি বন্ধুসভার উপদেষ্টা আল-আমীন বাকলাই বলেন, ‘আমাদের বাঙালি জাতির জন্য এই দিন অত্যন্ত গৌরবময় দিন। আমাদের বাংলাদেশের বিজয়ের দিন। লাখো শহীদের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। দেশের সেবায় সর্বদা আমরা কাজ করে যাব।’
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মুহিত খান, সহসভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার পাপন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তাহমিনা আইরিন, বন্ধু শাকিল রনি, শাহরিয়ার ইসলাম, আমিনুল ইসলাম, কুশল সাহা, দোলন আক্তার, ফারজানা আক্তারসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা