আনন্দ ভ্রমণে বন্ধুত্বের মেলবন্ধন

আনন্দ ভ্রমণে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সকাল থেকেই আকাশ মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনার মধ্যেই আনন্দ ভ্রমণ শুরু। গাজীপুর বন্ধুসভার অর্ধশত বন্ধু নিয়ে ১৮ মার্চ সকাল ৭টা ১৫ মিনিটে আনন্দ ভ্রমণের বাস ছেড়ে যায় সফিপুরের আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের উদ্দেশে। দেড় ঘণ্টার মধ্যেই বাসটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়।

গ্রামীণ পরিবেশে বিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা রিসোর্টটির সবুজের সমারোহ বন্ধুদের মুগ্ধ করে। পরিচয় পর্বের পর সবাই খিচুড়ি দিয়ে সকালের নাশতা সারেন। এরপর প্রত্যেককে একটি করে টি-শার্ট দেওয়া হয়। আকাশের মেঘও ধীরে ধীরে সরে যায়, সূর্যের কিরণ বাড়তে থাকে।

বন্ধুরা দুটি দলে ভাগ হয়ে ক্রিকেট ও ফুটবল খেলায় মেতে ওঠেন। ক্রিকেটের সজীব টিম ৩ উইকেটে এবং ফুটবল খেলায় ব্রাজিল টিম ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা যখন শেষ হয়, সূর্য তখন মধ্য আকাশে। সবার ক্লান্ত শরীর জানান দিচ্ছিল, মধ্যাহ্নভোজের সময় হয়ে এসেছে।

তার আগে সবাই সুইমিংপুলের পানিতে ভিজে ক্লান্তিভাব দূর করে নেন। মধ্যাহ্নভোজে ছিল সুস্বাদু বাসমতী চালের পোলাও–রোস্ট, ডিম, সালাদ, কোমল পানীয়। বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের জন্য গাজীপুর বন্ধুসভার বন্ধুদের শাড়ি ও পাঞ্জাবি উপহার দেওয়া হয়। উপহার তুলে দেন প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা এবং গাজীপুর বন্ধুসভার সাবেক সভাপতি রেজাউল করিম। এ সময় মাসুদ রানা বলেন, ‘তোমরা যে টি-শার্ট পরে আছ, আমিও সেই টি-শার্ট পরে আছি। তোমাদের ছাড়া বিগত কার্যক্রমগুলো সফল হতো না। এটা আমার পক্ষ থেকে সবার জন্য ছোট্ট উপহার।’

বালিশ খেলা, চেয়ার খেলা, গোলপোস্টে বল নিক্ষেপ, হাতি ওড়ে পাখি ওড়ে ইত্যাদি মজার সব প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলের নাশতায় ছিল দই, মুড়ি দিয়ে আপ্যায়ন। ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা এবং এ কে এম শিশির। গাজীপুর বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক ঝুমো নাটক পরিবেশন করেন এবং বন্ধু সিয়াম বন্ধুসভাকে নিয়ে তাঁর লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান।

সভাপতি, গাজীপুর বন্ধুসভা