সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাসছবি: বন্ধুসভা

সুনামগঞ্জে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে লোকগবেষক ও সাংবাদিক সুমনকুমার দাশ বলেন, ‘প্রথম আলো সব সময় বাংলাদেশের জয় দেখতে চায়। তোমাদের জয় মানে বাংলাদেশের জয়। ভালোর সাথে, আলোর পথেই প্রথম আলো।’ এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও না বুঝে মুখস্থকে ‘না’ বলার শপথ করান।

২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। অসহনীয় তাপপ্রবাহেও জেলার নানা প্রান্ত থেকে উৎসবে যোগ দিতে চলে আসে শিক্ষার্থীরা। অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সুনামগঞ্জ বন্ধুসভা।

সাংস্কৃতিক পর্বে বন্ধুদের নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় সংগীত পরিবেশন করে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরপর দেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সুনামগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক তাজকিরা হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক আইনজীবী খলিল রহমান।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি যোগেশ্বর দাশ, এইচএমপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা, এটিএন বাংলার জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, আইনজীবী এনাম আহমেদ, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুতপা রানী সরকার ও আহমেদ নূর আলবাব, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রাজু আহমেদ প্রমুখ।

এরপর কৃতী শিক্ষার্থীরা পর্যায়ক্রমে তাদের অনুভূতি ব্যক্ত করে। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সবাইকে বই উপহার দেওয়া হয়।

সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা