নতুন জামায় ঈদ কাটবে তাদের

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

মায়ের সঙ্গে আসে ৮ বছর বয়সী শিশু নিম্মি বেগম ও ১১ বছর বয়সী মোসাম্মদ সানু। মা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। নতুন জামা পেয়ে সঙ্গে সঙ্গেই দুই শিশুকে পরিয়ে দেখেন ঠিকঠাক আছে কি না। পোশাক পছন্দ হওয়ায় শিশু দুটির মুখে মুহূর্তেই ফুটে উঠল রাজ্যের হাসি। তারা নতুন পোশাক ঈদের দিন পরবে বলে জানাল।

বন্ধুসভা জাতীয় পরিচালনা আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ৭ এপ্রিল বিকেলে কোমলমতি শিশু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নতুন পোশাক উপহার দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বিভিন্ন বয়সী মোট ৭৩ জন মানুষের মধ্যে এগুলো বিতরণ করেন বন্ধুরা।

নিম্মি ও মোসাম্মদ সানুর সঙ্গে আরেক শিশু আড়াই বছর বয়সী তন্বীও এসেছিল। পরে বন্ধুরা তাৎক্ষণিক মার্কেটে গিয়ে ওই শিশুর জন্য নতুন কাপড় কিনে দেন।

কাজীপাড়ার বাসিন্দা সুমন মিয়া। সঙ্গে ছেলে আল আমিনকে নিয়ে আসেন। বাবা ও ছেলে উভয়ই ঈদের নতুন কাপড় পেয়েছে। কাপড় পেয়ে তারা ভীষণ খুশি। জানায়, কাপড়গুলো সুন্দর হয়েছে। ঈদের দিন পরবে।

রিকশাচালক প্রতিবন্ধী হেলাল মিয়া বলেন, ‘ভাড়ায় রিকশা চালিয়ে কোনোরকমে দিন যাপন করছি। সামান্য আয় থেকে স্বল্প খরচে ছেলেমেয়েদের কাপড় কিনে দিয়েছি। নিজের জন্য কেনার টাকা হাতে নেই। পুরোনো কাপড় পরেই ঈদ করব ভেবেছিলাম। এখন নতুন কাপড় পেয়েছি। আমিও ঈদের নতুন কাপড় পরব।’

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুসভার সহমর্মিতার ঈদ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী রাজ্জাক মিয়া। বয়স বেশি হওয়ায় এখন আর চাকরি করেন না। রাজ্জাক মিয়া বলেন, ‘আমাদের খবর কেউ রাখে না। ঈদে নতুন কাপড় পরতে পারব ভাবিনি। বন্ধুসভার সহমর্মিতায় নতুন কাপড় পেলাম। তাদের ধন্যবাদ।’

আমেনা বেগম অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিনি বলেন, ‘নয় বছর বয়সী মেয়েশিশু নতুন জামা এবং আমি নতুন শাড়ি পেয়েছি। কাপড়গুলো রুচিসম্মত। পছন্দ হয়েছে। এই নতুন কাপড়ে এবার ঈদ কাটবে।’

সহমর্মিতার ঈদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক বিশ্বজিৎ পাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন, স্থানীয় ব্যবসায়ী আতিকুর রহমান, বন্ধুসভার সভাপতি শাহাজাহান মিয়া, সহসভাপতি মাইনুদ্দিন রুবেল, অন্যন্যা সাহা, সাধারণ সম্পাদক সাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, করবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সবুজ মোল্লা, দপ্তর সম্পাদক শারমিন হক, প্রচার সম্পাদক আরেফিন শোভন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফৌজিয়া হক, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তানজিলা রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সালমা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজাহারুল করিম, বন্ধু নাজরিন আক্তার, প্রিয়াংকা আক্তার, শেখ তানিয়াসহ অন্য বন্ধুরা।

সভাপতি শাহাজাহান মিয়া ও সাধারণ সম্পাদক সাদ হোসেন বলেন, ‘এটা মানুষের জন্য প্রথম আলো বন্ধুসভার ঈদ উপহার। সারা দেশে বন্ধুসভার বন্ধুরা নিজেদের খরচের একটা অংশ বাঁচিয়ে প্রতিবেশীর হক আদায় করছে। সুবিধাবঞ্চিতরা আমাদের প্রতিবেশী। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছি।’