গাছের চারা রোপণ ও বিতরণ করল মাভাবিপ্রবি বন্ধুসভা

শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

প্রতিবছরের মতো এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৮ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সন্তোষ রাণী দিনমণি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।

রোপণ ও বিতরণ করা চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, জলপাই, আমলকী, হরীতকীসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি প্রায় ২৫০ বৃক্ষ। চারা উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

মাভাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্তোষ রাণী দিনমণি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শামিনা পারভীন। তিনি বলেন, ‘গাছ লাগানো নিসঃন্দেহে ভালো কাজ। গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন দেয়। এ ছাড়া পরিবেশের ওপর বিরূপ প্রভাব রোধ করে, ফলমূল, কাঠ ও ছায়া প্রদানের মাধ্যমে আমাদের উপকার করে। তাই আমাদের গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা উচিত।’ সেই সঙ্গে বন্ধুসভার এই ভালো কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত রাখার অনুরোধ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি ফেরদৌস শান্ত, বর্তমান সভাপতি আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক এন্তাজুল ইসলামসহ অন্য বন্ধুরা।

সভাপতি, মাভাবিপ্রবি বন্ধুসভা