ঈদ আনন্দ ভ্রমণ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে পার্বতীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ভ্রমণ মানে আনন্দ। আর ঈদের সময় ভ্রমণ মানে দ্বিগুণ আনন্দ। ১ জুলাই তেমনই আনন্দের একটি দিন অতিবাহিত করেছেন পার্বতীপুর বন্ধুসভার বন্ধুরা।

সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও কিছুক্ষণ পর আবারও মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। রোদ-মেঘের এই লুকোচুরি খেলার মধ্যেই বৃষ্টি এসে প্রকৃতিকে আরও শীতল করে দিল। এমন সুন্দর পরিবেশকে উপভোগ করতে বিকেলে আমরা বেরিয়ে পড়ি বাংলাদেশের একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে এটির অবস্থান। বেলা সাড়ে তিনটায় পার্বতীপুর স্টেশন থেকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা করে রওনা দিয়ে ঠিক বিকেল ৪টা ২৫ মিনিটে গন্তব্যে পৌঁছাই। সেখানে রয়েছে কোল মাইনিং, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং কোল মাইনিংয়ের ফলে জমি দেবে গিয়ে সৃষ্টি হওয়া একটি কৃত্রিম জলাধার বা লেক। জলাধারটি এখানকার নান্দনিকতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

ঈদ উপলক্ষে জলাধার ঘিরে একটি গ্রামীণ মেলাও বসেছিল। মেলায় মিঠাই, বিভিন্ন ভাজাপোড়ার দোকান, গ্রামীণ সার্কাসসহ নানা কিছু ছিল। নৌ ভ্রমণ, বন্ধু আড্ডা মিলে দারুণ একটি দিন কাটানোর সুযোগ হলো বন্ধুদের।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা