ছিন্নমূল শিশুদের স্কুল ‘বন্ধু পাঠশালা’ চালু করল রাউজান বন্ধুসভা

রাউজান বন্ধুসভার উদ্যোগে ‘বন্ধু পাঠশালা’ স্কুল প্রতিষ্ঠা
ছবি: বন্ধুসভা

ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের থাকার ঘর কলোনির পাশঘেঁষা শ খানেক বরই গাছের একটি বিশাল বাগান। বাগানের এক পাশে একটি টিনশেড ও পাকা খুঁটির ৪০০ বর্গফুটের ঘর। সে ঘরভর্তি ৭৫ শিশু–কিশোর। তারা মেঝেতে ত্রিপল এবং চাদরের ওপর বসে পাঠ নিচ্ছে শিক্ষকদের কাছ থেকে। একটি ব্যাগে করে সবাইকে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়েছে। পাঠদান শেষে দলীয় কণ্ঠে গেয়ে ওঠে ‘আমরা করব জয়!/ আমরা করব জয়!/ আমরা করব জয়! একদিন...’

২৬ অক্টোবর বিকেলের দিকে এমন দৃশ্য দেখা যায় প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে চট্টগ্রামের রাউজান বন্ধুসভার প্রতিষ্ঠা করা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল বন্ধু পাঠশালায়।

শিক্ষার্থীদের একাংশ
ছবি: বন্ধুসভা

রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের হাজি আমির হোসেন কোম্পানি কলোনির একটি পাকা খুঁটির টিনশেড ঘরে স্কুলটির কার্যক্রম চালু করা হয়েছে। প্রথম দিন ৭৫ শিক্ষার্থীকে নিয়ে পাঠদান করেছেন শিক্ষকেরা। স্কুলের জন্য টিনশেড ঘরটি বিনা মূল্যে দিয়েছেন রাউজান বন্ধুসভার বন্ধু মুহাম্মদ রাশেদ উদ্দিন। এর আগে করোনা মহামারির সময় ব্যক্তিগত গাড়িতে হাজারো রোগীকে বিনা মূল্যে হাসপাতালে আনা-নেওয়ার কাজ করে প্রথম আলোর শিরোনাম হয়েছিলেন এই স্বেচ্ছাসেবী বন্ধু।

উদ্বোধনের দিন প্রতিটি শিক্ষার্থীকে তিনটি করে খাতা, কলম, পেনসিল, কাটার, রাবার, একটি করে ব্যাগ ও বিকেলের নাশতা দেওয়া হয়। রাউজান বন্ধুসভার বন্ধুরা জানান, গত ঈদুল ফিতরে সুবিধাবঞ্চিত এই শিশু–কিশোরদের বন্ধুসভার পক্ষ থেকে নতুন জামাকাপড় দেওয়া হয়েছিল। তখন বন্ধুরা জানতে পারেন তারা পড়ালেখায়ও পিছিয়ে। সেই থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাদের পড়ালেখার জন্য কিছু একটা করার। অবশেষে বন্ধু পাঠশালা প্রতিষ্ঠার মাধ্যমে তা বাস্তবায়িত হলো।

এ পাঠশালায় শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক জাতীয় শিক্ষা নীতিমালা অনুযায়ী পাঠদান করানো হবে। পড়াবেন ২২ শিক্ষক। সবাই বন্ধুসভার বন্ধু। পাঠদান চলবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বিকেলে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকবে বিকেলের নাশতা।

বন্ধু পাঠশালার সমন্বয়ক পিয়া বড়ুয়া বলেন, সপ্তাহে দুই দিন দুই থেকে তিন ঘণ্টা করে পড়ানো হবে। অভিভাবকদেরও কাউন্সিলিং করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিকেলের নাশতা ও শিক্ষা উপকরণ বন্ধুসভার পক্ষ থেকে বিনা মূল্যে দেওয়া হবে। সহসমন্বয়ক নুরুল ইসলাম বলেন, পাঠশালাটি বন্ধুসভার নিজস্ব উদ্যোগে করা হয়েছে। সব ধরনের খরচ বহন করবেন বন্ধুসভার উপদেষ্টা, কমিটির সদস্য ও বন্ধুরা।

ছিন্নমূল শিশুদের স্কুল ‘বন্ধু পাঠশালা’
ছবি: বন্ধুসভা

কলেজশিক্ষক শেখ বিবি কাউছারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন। এরপর ফিতা কেটে পাঠশালার উদ্বোধন করেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা সৈয়দ উদ্দিন আহমদ। এ সময় রাউজান বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা করে বক্তব্য দেন চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম তানভীর ও সাংগঠনিক সম্পাদক সাঈদ আল সোহেল।

এদিন আরও উপস্থিত ছিলেন রাউজান বন্ধুসভার উপদেষ্টা মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ বেলাল, কবি ও লেখক এম সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস আল হাসান, সংগঠক বকুল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সুপ্রিয়া শীল, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আকলিমা আকতার, কার্যনির্বাহী সদস্য কাজী কায়েস উদ্দিন, বন্ধু পাভেল চৌধুরী, রাশেদ উদ্দিন, জুয়েল সিকদার, ইমন দাশ, এনজয় বড়ুয়া, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ মহিম, মুহাম্মদ সাঈদ, শাবনাজ আকতার, খাদিজা আকতার, মুহাম্মদ কামরুল, মুহাম্মদ রাকিব প্রমুখ। সঞ্চালনা করেন পিয়া বড়ুয়া ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী শিহাবুদ্দিন।

সাধারণ সম্পাদক, রাউজান বন্ধুসভা