এডাস্ট বন্ধুসভার উদ্যোগে রক্তদান কর্মসূচি
‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ’ স্লোগানে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছে এডাস্ট বন্ধুসভা। ১৫ নভেম্বর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
রক্তদানের পূর্বে কোয়ান্টাম ফাউন্ডেশন বিনা মূল্যে দাতাদের পাঁচটি রক্তবাহিত রোগের পরীক্ষা করায় এবং রক্তদানের পর ডোনার কার্ড প্রদান করে। এ সময় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু্ কার্যক্রম পরিদর্শন করে উৎসাহ প্রদান করেন।
কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের তুহিন দাস টিটো ও তাঁর দল, এডাস্ট বন্ধুসভার সভাপতি সানজিদা আক্তার, সাধারণ সম্পাদক অংকন তঞ্চঙ্গা, সহসভাপতি মো. ইয়াসিন, প্রচার সম্পাদক মিথুন মিনহাজসহ অন্য বন্ধুরা।
রক্তদানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বন্ধুসভার বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সভাপতি, এডাস্ট বন্ধুসভা