কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ ‘লিপিকা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ঢাকা মহানগর বন্ধুসভা। ৮ জুন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
‘লিপিকা’ গ্রন্থের ৩৯টি গল্পকে রবীন্দ্রনাথ নিজেই আখ্যা দিয়েছিলেন ‘কথিকা’ বলে। রবীন্দ্রসাহিত্যে এই গল্পগুচ্ছ এক অনন্য সম্পদ। বাংলা সাহিত্যের গল্পের ধারাবদলে ‘লিপিকা’ এক মাইলফলক। বইটি প্রকাশিত হয় ১৯২২ সালে।
৩৯টি কথিকার মধ্যে উপস্থিত বন্ধুরা একে একে ২৪টি কথিকা নিয়ে আলোচনা করেন। প্রকৃতি, প্রেম ও মানবমনের অভিলাষী লাইনগুলো পাঠকের মর্ম স্পর্শ করে।
ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিসম্ভারের ব্যাপ্তি বিশাল। তাঁর কিছু কিছু রচনা অনবদ্য। গতানুগতিক ধারার বাইরে রবীন্দ্র রচনাবলিকে পাঠকের সামনে তুলে ধরতে হবে।
সহসভাপতি মাহমুদা মুহসিনা বুশরা বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের অন্তরে বাস করেন। প্রেম, পুণ্য ও প্রকৃতির অপূর্ব মিলন তাঁর লেখায় সার্থকভাবে ফুটে উঠেছে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের দপ্তর সম্পাদক তৌহিদ ইমাম, ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি সাফিন উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা জান্নাত, প্রশিক্ষণ সম্পাদক গিয়াসউদ্দিন মুন্না, বন্ধু মীর মোশাররফসহ আরও অনেকে।
প্রশিক্ষণ সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা