ধলেশ্বরী নদীতে আনন্দভ্রমণ

ঈদের আনন্দে নৌ ভ্রমণে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বছর ঘুরে আবারও এসেছে ঈদুল ফিতর। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সেরা সময়। আর বন্ধুদের কাছে বন্ধুসভা যেন আরও একটি পরিবার। সেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ২৬ এপ্রিল বিকেলে ধলেশ্বরী নদীতে আয়োজন করা হয় নৌ ভ্রমণ।

পরিকল্পনা অনুযায়ী বেলা তিনটার মধ্যেই কেরানীগঞ্জের সৈয়দপুর ঘাটে পৌঁছে যায় বন্ধুরা। তখনো ঘাটে নৌকা এসে পৌঁছায়নি। এ ফাঁকে পাশের একটি দোকানে হয়ে গেল চায়ের আড্ডা। ঠিক বিকেল চারটায় নৌকা এসে হাজির। একে একে সবাই নৌকায় গিয়ে উঠে বসি।

সবাই নিজেদের মতো আনন্দ উপভোগে ব্যস্ত
ছবি: বন্ধুসভা

বিকেলে নদী তার রূপের সব সৌন্দর্য যেন আমাদের জন্য মেলে ধরেছে! আমরা ১৭ বন্ধু একত্র হই। মাঝি নৌকা ছেড়ে দিতেই বন্ধু ধরার হাতের বিশেষ সেমাই সবার মধ্যে পরিবেশন করা হয়। এ ছাড়া ছিল বিভিন্ন ধরনের ঘরোয়া খাবারের মেনু। এর মধ্যেই কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কয়েকজন গোল হয়ে বসে লুডো খেলার আসর সাজিয়েছে। আবার কেউ কেউ অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ফেসবুক লাইভে অনুভূতি ব্যক্ত করছে।

নদীর পাড়ে
ছবি: বন্ধুসভা

প্রায় দেড় ঘণ্টা ভ্রমণের পর আমরা পৌঁছালাম মালিকান্দা ঘাটে। তীরে নামার পর নদীর স্নিগ্ধতা ও শীতল বাতাস মন জুড়িয়ে দিয়েছে। ঠিক সন্ধ্যা নামার আগে আমরা আবার বাড়িতে ফেরার পথে রওনা হলাম। ফেরার পথে এই মনোমুগ্ধকর পরিবেশে গরম–গরম শিঙাড়া আর চাটনি জিহ্বায় এনে দিয়েছে ভিন্ন স্বাদ। আরও ছিল কোল্ড ড্রিংস, বাদাম, পেটিস ও মুড়ি ভর্তা।

সূর্য নামার বেলায় বিভিন্ন গানে সুর মেলান নাজিউল্লাহ ভূঁইয়া, সাজ্জাত হাসান, এইচ এম রুবেল ও আনাস ভাই, যা আমাদের নৌ ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে।

কার্যনির্বাহী সদস্য, কেরানীগঞ্জ বন্ধুসভা