কেরানীগঞ্জ বন্ধুসভার পুনর্মিলনী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি বিকেলে উপজেলার কালিন্দী এলাকায় শাহু বেপারীর বাগানবাড়িতে এটি অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপদেষ্টা সালাউদ্দিন সোহেল বলেন, দীর্ঘদিন ধরে বন্ধুসভার বন্ধুরা সামাজিক ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। তাঁদের ক্ষুদ্র সামর্থ্যকে কাজে লাগিয়ে সমাজ ও মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। বন্ধুসভার প্রতিটি কার্যক্রমে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ছাপ দেখতে পাই।
সালাউদ্দিন সোহেল আরও বলেন, ‘নবগঠিত কমিটির সদস্যদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আশা করছি আপনাদের নেতৃত্বে কেরানীগঞ্জ বন্ধুসভার কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়ে উঠবে।’
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক সায়মন চৌধুরী বলেন, ‘বন্ধুসভা কেবল একটি সংগঠন নয়; এটি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার প্রতি দায়বদ্ধতার প্রতীক। আপনারা যাঁরা এই কমিটির নতুন সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।’ তিনি আরও বলেন, ‘সংগঠনের সাফল্য নির্ভর করে নেতৃত্বের গুণমান এবং সৃষ্টিশীল চিন্তার ওপর। সব সময় মনে রাখবেন, বন্ধুসভা একটি পরিবারের মতো। এখানে আমরা একে অপরের পাশে থাকি, একে অপরকে সমর্থন করি। নতুন উদ্যোগ, নতুন চিন্তা এবং মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা ভবিষ্যতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
সভায় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক শাওন আহমেদ, বর্তমান সভাপতি তানজিম আরা নুসরাত, সহসভাপতি তাসনিম খান, নাজিউল্লাহ ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্ণব সাইফুল, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান, অর্থ সম্পাদক শাহানাজ শানু, দপ্তর সম্পাদক আনাস আহমেদ, প্রচার সম্পাদক মাহিমুন কবীর, সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আলিফা মৌ, ম্যাগাজিন সম্পাদক অঙ্কিতা রাজবংশী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য কাজী বাহালুল ইসলাম, রাকিব হাসান প্রমুখ।