পাঠচক্রের আসরে ‘পুতুল নাচের ইতিকথা’

শহীদ মিনার প্রাঙ্গণে পাঠচক্র অনুষ্ঠিত হয়
ছবি: বন্ধুসভা

এমসি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসটি নিয়ে গত ৩০ জানুয়ারি বই কথনের আয়োজন করেছে এমসি কলেজ বন্ধুসভা। এটি নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম পাঠচক্র।

বেলা ১১টায় সাধারণ সম্পাদক ফারহানা আক্তারের সঞ্চালনায় বন্ধুরা নিজস্ব ভাষায় উপস্থাপন করেন নির্ধারিত উপন্যাসের মূল আদ্যোপান্ত। বইয়ের ঘটনাপ্রবাহ ও চারিত্রিক বিশ্লেষণসহ সব বিষয় ওঠে আসে আলোচনায়।

প্রতিবারের মতো এবারও তিনজনকে সেরা পাঠক হিসেবে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন নাযিবা নুসরাত, সুমন মিয়া ও উত্তম কুমার।

পাঠচক্রে উপস্থিত ছিলেন এমসি কলেজ বন্ধুসভার উপদেষ্টা তানভীর মাহফুজ, সাবেক সহসভাপতি বিপ্রজিত কর, সাধারণ সম্পাদক ফারহানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পাপড়ি তালুকদার, অর্থ সম্পাদক রুবেল ফারহিন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক আখঞ্জি, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক শামস উদ দোহাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা