শুদ্ধ বন্ধুতায় বিশুদ্ধ বাংলাদেশ

বন্ধুদের মধ্যে মোরগ লড়াই
ছবি: বন্ধুসভা

ভাদ্রের শেষে এক পড়ন্ত বিকেল। শুভ্র মেঘের ফাঁকে আকাশের মৃদু আলো। শহুরে কোলাহল থেকে দূরে, সবুজঘেরা রংপুর জিলা স্কুলের সুপ্রশস্ত প্রাঙ্গনে একদল তরুণ-তরুণীর হঠাৎ সমাগম। ‘শুদ্ধ বন্ধুতায় বিশুদ্ধ বাংলাদেশ’ স্লোগানে রংপুর বন্ধুসভা আয়োজিত ক্রীড়া উৎসবে একত্রিত হন বন্ধুরা।

হাঁড়িভাঙা খেলা
ছবি: বন্ধুসভা

সূর্য পশ্চিম আকাশে ঢলতে ঢলতে ঘড়ির কাঁটায় তখন বিকেল চারটা। শুরু হয়ে গেল দেশীয় খেলাধুলার এক এলাহি আয়োজন! ছিল হাঁড়িভাঙা, বউছি, মোরগ লড়াই, মার্বেল চামচ দৌড়সহ আরও হরেক রকম খেলা! খেলাগুলোয় অংশগ্রহণের মাধ্যমে বন্ধুরা লুফে নেন স্মৃতিবিজড়িত শৈশবের স্মৃতি রোমন্থন করার এক সুবর্ণ সুযোগ।

বহুদিন বাদে গ্রামীণ স্বাদ। ভীষণ ভালো লাগা আর প্রাণ খুলে শ্বাস নেওয়ার এক অনবদ্য আয়োজন! প্রতিবছর রংপুর বন্ধুসভা এমন আয়োজন করে থাকে। বন্ধুদের পাশাপাশি উপদেষ্টারা যুক্ত হয়ে কথার ঝঙ্কার দিয়ে তরুণ প্রাণগুলোকে আরও দীপ্ত করে তোলেন।

উৎসব শেষে বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উৎসবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আরিফুল হক রুজু, আসাদুজ্জামান মণ্ডল, রওশন আরা সোহেলী, মাহমুদা আক্তার, সভাপতি রওনক জাহান খুশি, সহসভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সাইদুর জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহসাংগঠনিক সম্পাদক সঙ্গীতা দাস টুম্পা, অর্থ সম্পাদক সোহরাব হোসেন, জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, প্রশিক্ষণ সম্পাদক বেলাল নুর হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফিরোজ কবির, বইমেলা সম্পাদক আফিয়া আনজুম, কার্যনির্বাহী সদস্য সুমাইয়া তাসকিনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, রংপুর বন্ধুসভা