স্বেচ্ছাসেবীদের উদ্যম বাড়াতে প্রীতি ক্রিকেট ম্যাচ

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা
ছবি: বন্ধুসভা

মানবতার কল্যাণে কাজ করাই হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মূল লক্ষ্য। আর সেই স্বেচ্ছাসেবীদের মধ্যে মানসিকতার উন্নয়ন ও উদ্যম বাড়াতে নারায়ণগঞ্জ বন্ধুসভা ও রক্তের বন্ধন আয়োজন করেছে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ।

১৭ ফেব্রুয়ারি সকালে প্রীতি ম্যাচটি নারায়ণগঞ্জ শহরের দেওভোগের জিমখানা এলাকায় শেখ রাসেল পার্ক খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে জয় পেয়েছে রক্তের বন্ধন।

টস জিতে ব্যাটিং করতে নেমে নারায়ণগঞ্জ বন্ধুসভা ১৬ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে রক্তের বন্ধন ৭ ওভার ও ৮ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচসেরা হয়েছেন বাবু। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বোরহান উদ্দিন ও মাইনুল ইসলাম।

উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক, নারায়ণগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি আফরিন সুলতানা, উজ্জ্বল উচ্ছ্বাস, শারমিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুজ্জামান, ফাতেমা আক্তার প্রমুখ।
মজিবুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘খেলাধুলা শরীর ও মনের মানসিক বিকাশ ঘটায়। সুস্থ থাকতে হলে আমাদের সবাইকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হতে হবে।’ নিজেকে খেলাধুলার পরিবারের সদস্য উল্লেখ করে তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের নিজেদের গড়তে পারি। যখন শরীর ও মনের সুস্থ চিন্তা ও চেতনার বিকাশ ঘটবে, সমাজ ও দেশ উপকৃত হবে।’

খেলায় অংশ নেওয়া প্রতিটি দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আজকের এই প্রীতি ম্যাচটি ছোট পরিসরে হলেও এর ব্যপ্তি অনেক। যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। যাঁরা বিজয়ী হতে পারেননি, তাঁরা আগামীতে আরও ভালো খেলবেন, সেই প্রত্যাশা রইল।’

নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি মনিকা আক্তার বলেন, ‘আজ কোনো পেশাদার খেলোয়াড়দের নিয়ে খেলা অনুষ্ঠিত হয়নি। দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে সুন্দর পরিবেশে খেলা হয়েছে। কারণ দেহকে সুস্থ, কর্মক্ষম ও প্রাণপ্রাচুর্যে পূর্ণ করার জন্য খেলাধুলা অপরিহার্য।’

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা