শিশুদের নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার ইফতার

শিশুদের নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

প্রতিবছরের মতো এবারও ৪০ জন শিশু নিয়ে ইফতারের আয়োজন করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ৫ এপ্রিল জেলা শিশু একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়। শিশুদের সঙ্গে বন্ধু ও উপদেষ্টারাও অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ইব্রাহীম তানভীর বলেন, ‘ইফতার আয়োজনে শিশুদের হাসিমাখা মুখগুলো ভালো লাগে।’

সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান বলেন, ‘প্রতিবছর দিনটির জন্য অপেক্ষা করে থাকি এসব শিশুর সঙ্গে ইফতার করব বলে।’

চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা শিহাব জিসান বলেন, ‘একটা দিন শিশুদের সঙ্গে এই আয়োজনে থাকব বলে কক্সবাজার থেকে ছুটে এসেছি।’ উপদেষ্টা জসীম আহমেদ বলেন, ‘নিষ্পাপ এসব শিশুর হাসিখুশি চাহনি, তৃপ্তির ঢেকুরে খাবার খাওয়া উপভোগ করি।’

উপদেষ্টা জয়শ্রী দাশ বলেন, ‘বন্ধুসভার ইফতার আয়োজন হলো এক মিলনমেলা। যেখানে নতুন-পুরোনো বন্ধুদের সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুরাও থাকে।’ উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস বলেন, ‘সব ধর্মের মানুষ এক ছাদের নিচে বসে ইফতার খাওয়াটা আনন্দের ঢেকুর তোলে।’ উপদেষ্টা ফাহিম উদ্দীন বলেন, ‘রোজায় কমবেশি বাইরে ইফতার করা হয়। তবে শিশুদের সঙ্গে ইফতারের আলাদা একটা শান্তি অনুভব হয়।’

উপদেষ্টা জাকিয়া কবির বলেন, ‘কক্সবাজার থেকে ছুটিতে এক দিন বা দুই দিনের জন্য আসা হয়। বিশেষ করে শিশুদের সঙ্গে ইফতার করব বলে ছুটে আসি।’

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ফয়সাল হাওলাদার বলেন, ‘শিশুদের জন্য নিজ হাতে কিছু রান্না করে খাওয়াতে পারলে ভালো লাগে।’