বানভাসিদের সহায়তায় টাঙ্গাইল বন্ধুসভা
দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে সৃষ্ট বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত মানুষেরা। শরীরে দেখা দিচ্ছে চর্ম, অ্যালার্জিসহ পানিবাহিত নানা রোগ। এই মানুষগুলোর জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।
৬ সেপ্টেম্বর ফেনীর সোনাগাজীতে বন্যার্তদের জন্য অনুষ্ঠিত এই ক্যাম্প বাস্তবায়নে আর্থিকভাবে সহায়তা করে টাঙ্গাইল বন্ধুসভা। এ অর্থ বন্ধুসভার বন্ধুরা টাঙ্গাইলের মির্জাপুর, দেলদুয়ার ও সদর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এবং পথচারীদের থেকে সংগ্রহ করেন।
মোট অর্থ সংগ্রহ করা হয়েছিল ৪৬ হাজার ১৯৫ টাকা। এর মধ্যে ৫০০০ টাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত একজন শিক্ষার্থী ও কয়েকজন দ্ররিদ্র মানুষকে দেওয়া হয়। বাকি ৪১ হাজার ১৯৫ টাকা ত্রাণ হিসেবে বন্ধুসভা জাতীয় পর্ষদের মাধ্যমে বন্যার্তদের সহায়তায় দেওয়া হয়েছে।
সভাপতি আবু আহমেদ শেরশাহ বলেন, ‘একটি ছোট্ট ঘটনা শেয়ার করি। বন্ধুসভা টিম অর্থ উত্তোলনের জন্য বের হয়। একটি স্কুলের পাশে যখন অবস্থান করছিল, বন্ধুদের দেখে প্রাথমিকের শিক্ষার্থীরা প্রশ্ন করে, তোমরা কি বন্যার্তদের জন্য টাকা ওঠাচ্ছ? বন্ধুরা বলে হ্যাঁ! তারা বলে আমরা সবাই দেব। বন্ধুরা জিজ্ঞেস করলে ছোট্ট সোনামণিরা জানায়, তাদের টিফিনের টাকা, জমানো টাকা দিচ্ছে বন্যার্তদের জন্য। দেখুন, এই ছোট্ট বয়সে কতটা হৃদয় নাড়া দিয়েছে শিশুদের। একেই বলে পরিবেশের প্রভাব। বাংলাদেশের উর্বর ভূমিতে ঐক্য দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশা থাকল।’
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা