শিশুদের নিয়ে মিরপুর বন্ধুসভার ফল উৎসব

মিরপুর বন্ধুসভার ফল উৎসবছবি: সালাউদ্দিন রেজা

সকাল থেকেই বৃষ্টি। বিকেলে বৃষ্টি একটু থামলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এর মধ্যেই ১০ জুলাই বিকেলে মিরপুর রূপনগর এলাকার শিশুদের নিয়ে ফল উৎসব করেছে মিরপুর বন্ধুসভা। আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, কলা, আনারসসহ বিভিন্ন প্রকারের ফল খেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।

বন্ধুসভার বন্ধুরা জানান, চলতি ফল মৌসুমে দাম বেশি হওয়ায় এই শিশুরা ফল খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই আয়োজন।

উপস্থিত ছিলেন উপদেষ্টা অপূর্ব বড়ুয়া। তিনি বলেন, ‘শিশুদের মুখে হাসি দেখলে আলাদা শান্তি লাগে। আমরা চাই বৈষম্য দূর করতে। শিশুদের নিয়ে একসঙ্গে ফল খেতে পেরে খুবই ভালো লাগছে।’

সভাপতি মুহাইমিনুর রহমান বলেন, ‘শিশুদের জন্য প্রতিবছর এ ধরনের অসংখ্য কর্মসূচি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। ভবিষ্যতেও মিরপুর বন্ধুসভা এ ধরনের কর্মসূচি চলমান রাখবে।’

ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মাসুরা আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাসরিন আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক রায়হান ইসলাম, কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান, বন্ধু সালাউদ্দিন রেজাসহ অন্য বন্ধুরা।

স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, মিরপুর বন্ধুসভা