কবি বন্দে আলী মিয়ার জন্ম ও সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

প্রথম আলোর পাবনা অফিসে কবি বন্দে আলী মিয়ার জন্ম ও সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভাছবি: বন্ধুসভা

বাংলাদেশের অন্যতম কালজয়ী কবি বন্দে আলী মিয়ার জন্মবার্ষিকী এবং উপমহাদেশের মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী একই দিনে, ১৭ জানুয়ারি। দিনটি উপলক্ষে তাঁদের স্মরণে বুধবার আলোচনা সভার আয়োজন করে পাবনা বন্ধুসভা। এ দিন বিকেলে প্রথম আলোর পাবনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের পরিচালনায় কবি বন্দে আলী মিয়া ও সুচিত্রা সেনের জীবনী নিয়ে আলোচনা করেন বন্ধুরা। পরে কবি বন্দে আলী মিয়ার ‘আমাদের ছোট গ্রাম’ কবিতাটি আবৃত্তি করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি সরোয়ার মোর্শেদ, পাবনা বন্ধুসভার সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক স্মরনী আক্তার, সাংগঠনিক সম্পাদক মাসরুখ হাসান, সহসাংগঠনিক সম্পাদক মর্জিনা আলম, দপ্তর সম্পাদক রিয়াজ হোসেন, অর্থ সম্পাদক সেজানুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নওশিন সুলতানা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মোদাসসের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক তাজিনুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আহসান তানভীর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আসফাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান, ম্যাগাজিন সম্পাদক নুসরাত জাহান, বইমেলা সম্পাদক আবু সোলাইমান, কার্যনির্বাহী সদস্য অনিকসহ অন্য বন্ধুরা।

সভাপতি, পাবনা বন্ধুসভা