অগ্রহায়ণ মাস প্রায় শেষের দিকে। এ সময় যতটা শীত পড়ার কথা, যান্ত্রিক নগরী ঢাকায় নেই তার ছিঁটেফোঁটাও। তাই শীতকে উপভোগ করতে এবং নগরের যান্ত্রিকতা থেকে ক্ষণিক মুক্তি পেতে প্রকৃতির নির্মল পরিবেশে চড়ুইভাতি করেছে ঢাকা মহানগর বন্ধুসভা।
৬ ডিসেম্বর রাজধানীর অদূরে কেরানীগঞ্জের নাওখোলায় এটি অনুষ্ঠিত হয়। এক পাশে জলাশয়, যেখানে খেলা করছিল অতিথি পাখির ঝাঁক, আরেক পাশে বন্ধুদের আড্ডা। কেউ ব্যস্ত সেলফি তুলতে, কেউবা পানির দিকে তাকিয়ে আপনমনে গান গাইছে। এরই ফাঁকে একদল নেমে পড়ে পানিতে। যেন প্রকৃতির সঙ্গে মিশে সবাই ফিরে যান তাঁদের শৈশবে।
দুপুরের খাবার বিরতির আগে বন্ধুদের মধ্যে চলে বেলুন ফোলানো খেলা। কে কার আগে সবচেয়ে বেশি বেলুন ফোলাতে পারবেন, এ নিয়ে চলে প্রতিযোগিতা। খেলা আর খাবারের পর অনুষ্ঠিত হয় কুইজ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি সাইদুল হাসান।
বিকেলে জলাশয়ের তীরে চা পান করতে করতে সূর্যাস্ত উপভোগের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
সহসভাপতি, ঢাকা মহানগর বন্ধুসভা