শ্রমজীবী মানুষের জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প

মেডিকেল ক্যাম্পে ১৫০ শ্রমজীবী মানুষকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের জন্য বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প করেছে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস)। ১৭ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের এসআরএস উইমেন্স ক্যাফেতে এটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে ওষুধ দিয়ে সহযোগিতা করেছে প্রথম আলো বন্ধুসভা। সহআয়োজক হিসেবে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত করি।

চিকিৎসা নিতে আসা শিশুদের উপহার হিসেবে দেওয়া হয় স্কুলব্যাগ
ছবি: সংগৃহীত

মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জিএমও ডা. পৌলমী অদিতি ও ডা. স্মরণিকা রয়। ডা. পৌলমী অদিতি বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিডি স্পেশালিস্ট এঞ্জেলা খান।

১৫০ শ্রমজীবী মানুষ, বিশেষত নারী ও শিশুদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, শিশুদের জন্য চিকিৎসা এবং পুষ্টি পরামর্শ দেওয়া হয় এ ক্যাম্পে। চিকিৎসা নিতে আসা শিশুদের উপহার হিসেবে আরও দেওয়া হয় স্কুলব্যাগ।