গাজীপুর বন্ধুসভার উপস্থাপনাবিষয়ক কর্মশালা
বর্তমানে বিভিন্ন সফট স্কিলে যে যত বেশি দক্ষ, তাঁর গ্রহণযোগ্যতা তত বেশি। উপস্থাপনা এর মধ্যে অন্যতম। বন্ধুদের উপস্থাপনায় পারদর্শী করে তুলতে কর্মশালার আয়োজন করেছে গাজীপুর বন্ধুসভা। ২ আগস্ট বিকেলে গাজীপুর আইডিয়াল কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের পর শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফ হোসেন। তিনি কর্মশালার পরিপ্রেক্ষিত ও উদ্দেশ্য তুলে ধরেন। সঞ্চালনা করেন সভাপতি বাবুল ইসলাম।
কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন জার্মান বিশ্ববিদ্যালয় গাজীপুরের প্রভাষক সাব্বির হোসেন। তিনি তাঁর আলোচনায় উপস্থাপনার প্রস্তুতি, গঠন, শরীরী ভাষা, চোখের যোগাযোগসহ বাহ্যিক কৌশল তুলে ধরেন।
থিয়েটার অভিনেতা ও সংগঠক শফিউল আলম উপস্থাপনার সাধারণ ভুল ও আত্মবিশ্বাস গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করেন।
গলার ব্যায়াম, আয়নার সামনে অনুশীলন, ভিডিও রেকর্ডিং ও কনটেন্ট তৈরি নিয়ে পরামর্শ দেন ব্লগার ইমদাদুল ইসলাম। গল্প ও কবিতার ছন্দে উপস্থাপনার সহজ কৌশল শেখান শিক্ষক মাধব চন্দ্র মণ্ডল।
বন্ধু নাজমুল হোসাইন উপস্থাপনায় পড়াশোনা ও প্রস্তুতির গুরুত্ব, গলার উচ্চারণ ব্যায়ামের তিনটি কৌশল হাতে-কলমে দেখান। শিক্ষক জাহাঙ্গীর আলম উপস্থাপনায় বানান, উচ্চারণ, শব্দচয়ন ও বইপাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণ করেন গাজীপুর বন্ধুসভার বন্ধু ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বন্ধুদের মধ্যে ছিলেন দিদারুল হাসান, মনির মিয়া, নাজমুল হোসাইন, আবদুল রাজ্জাক, আশিকুল ইসলাম, রক্সি বিজয়, ওবায়দুল্লাহ খান, মৃদুল আকন্দ, মারফুয়া সিয়াম, ইতিহাস সরকার, আবিদা সুলতানা, তানিয়া আক্তার, হুমাইরা জান্নাত, শ্রাবণী, তিথি আক্তার, নেহাল, সাইফুল ইসলামসহ আরও অনেকে।
সভাপতি, গাজীপুর বন্ধুসভা